আদালতের নির্দেশ কি সঠিকভাবে মানা হচ্ছে? এই প্রশ্ন তিনি কাঁথির প্রবীণ সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে যোগাযোগ করেছিল এই সময় ডিজিটাল। শান্তিকুঞ্জের গৃহকর্তা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। শিশির অধিকারী বলেন, “এখন আর এইসব বিষয়ে কথা বলে কি কোনও লাভ আছে? যা পারে করুক, আমি এই ব্যাপারে কোনও মন্তব্যই করব না।” এরপরে বিস্ফোরক অভিযোগ করে কাঁথির সাংসদ। তিনি বলেন, “আদালত ১০০ মিটারের শর্ত চাপালেও আমার বাড়ি থেকে ৬০ মিটার দূরে মাইক্রোফোন লাগানো হচ্ছে। আদালতের নির্দেশ মানা হচ্ছে না। আদালতের নির্দেশ এরা কোনও দিনই মানে না। এখানে নিয়ম মেনে কাজ করার কোনও লোক নেই।”
অভিষেকের সভা শুরুর আগেই কাঁথির প্রবীণ সাংসদের মন্তব্য নিঃসন্দে সভার আগেই নতুন বিতর্কের জন্ম দিল। তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকারী পরিবারের সুসম্পর্ক সর্বজনবিদিত ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর সম্পর্কে অবনতির সূত্রপাত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভামঞ্চে সটান হাজির হয়েছিলেন শিশির। শিশিরের সাংসদপদ খারিজের দাবি লোকসভার স্পিকারের কাছে একাধিকবার তদ্বির করেছে তৃণমূল, যদিও এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক-শুভেন্দুর রাজনৈতিক সভার দিকে নজর রয়েছে সকলের। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সভা থেকে একের অপরের বিরুদ্ধে সুর চড়াতে পারেন দুই নেতা। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেন তাঁরা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
