Suvendu Vs Abhishek: ‘কোর্টের নির্দেশ ছিল ১০০ মিটার কিন্তু…’, অভিষেকের সভার আগে চাঞ্চল্যকর অভিযোগ শিশিরের – sisir adhikary kanthi mp says court verdict not follow for abhishek banerjee meeting


TMC Vs BJP: শনিবার কাঁথিতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মেগা সমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব মেদিনীপুর তথা কাঁথির অধিকারী গড় এখন অনেকটা নড়বড়ে। কাঁথির প্রভাত কুমার রায় কলেজ (Prabhat Kumar Ray College) ময়দানে আয়োজিত তৃণমূলের সভাস্থল থেকে অধিকারী দুর্গ ‘শান্তিকুঞ্জ’-র দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। তৃণমূলের সভা থেকে তাঁর বৃদ্ধ বাবা-মা’কে উত্যক্ত করা হতে পারে, এই আশঙ্কা থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধিকারীর বাড়ির মেজ ছেলে তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের সভার অনুমতি দিয়ে আদালত শর্ত চাপিয়েছিলেন যে শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যে কোনও মাইক্রোফোন লাগানো যাবে এবং এই চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।

Suvendu Vs Abhishek: ‘অশান্তি নজরে পড়েনি…,’, কাঁথিতে অভিষেকের সভার আগে মন্তব্য দিব্যেন্দু অধিকারীর
আদালতের নির্দেশ কি সঠিকভাবে মানা হচ্ছে? এই প্রশ্ন তিনি কাঁথির প্রবীণ সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে যোগাযোগ করেছিল এই সময় ডিজিটাল। শান্তিকুঞ্জের গৃহকর্তা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। শিশির অধিকারী বলেন, “এখন আর এইসব বিষয়ে কথা বলে কি কোনও লাভ আছে? যা পারে করুক, আমি এই ব্যাপারে কোনও মন্তব্যই করব না।” এরপরে বিস্ফোরক অভিযোগ করে কাঁথির সাংসদ। তিনি বলেন, “আদালত ১০০ মিটারের শর্ত চাপালেও আমার বাড়ি থেকে ৬০ মিটার দূরে মাইক্রোফোন লাগানো হচ্ছে। আদালতের নির্দেশ মানা হচ্ছে না। আদালতের নির্দেশ এরা কোনও দিনই মানে না। এখানে নিয়ম মেনে কাজ করার কোনও লোক নেই।”

Suvendu Vs Abhishek: শুভেন্দুর ‘দুয়ারে’ অভিষেকের সভা, ‘শান্তিকুঞ্জ’ চত্বরে মাপা হচ্ছে শব্দমাত্রা
অভিষেকের সভা শুরুর আগেই কাঁথির প্রবীণ সাংসদের মন্তব্য নিঃসন্দে সভার আগেই নতুন বিতর্কের জন্ম দিল। তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিকারী পরিবারের সুসম্পর্ক সর্বজনবিদিত ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর সম্পর্কে অবনতির সূত্রপাত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভামঞ্চে সটান হাজির হয়েছিলেন শিশির। শিশিরের সাংসদপদ খারিজের দাবি লোকসভার স্পিকারের কাছে একাধিকবার তদ্বির করেছে তৃণমূল, যদিও এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

Abhishek Banerjee : শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক-শুভেন্দুর রাজনৈতিক সভার দিকে নজর রয়েছে সকলের। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সভা থেকে একের অপরের বিরুদ্ধে সুর চড়াতে পারেন দুই নেতা। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেন তাঁরা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *