কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা (Kolkata Weather)?
উইকএন্ডে শীতে জবুথবু কলকাতা। শুক্রবার রাত থেকেই হাওয়া বদল শুরু হয়েছিল শহরে। শনিবার সকালে কুয়াশার চাদরে মোড়া কলকাতার দেখা মিলল। যদিও ধীরে ধীরে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে আকাশও পরিষ্কার হয়েছে। সকাল থেকেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। জাঁকিয়ে ঠান্ডা পেয়ে বেজায় খুশি শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে ২১-এর ঘরে পৌঁছায় তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে। ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার ইঙ্গিত।পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আগামী তিন দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
শীতের পথে কি বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা?
মাঝে মধ্যেই শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। প্রশ্ন উঠছে আবহাওয়ার খামখেয়ালিপনা বাধ সাধবে শীতে? আবহাওয়াবিদরা অবশ্য এ ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশরই মতে, অন্য কোনও বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের জোরাল ইনিংস চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যেজুড়েই ঠান্ডার আমেজ বজায় থাকার সম্ভাবনা।
কেমন থাকবে ভিন রাজ্যের আবহাওয়া?
রবিবার দক্ষিণ আন্দামানসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। আগামী কয়েক দিন কর্নাটক, তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।