ট্রামলাইনে আটকে গেল বাইকের চাকা! উল্টোডাঙায় পুলিসকর্মীকে পিষে দিল ট্রাক A policeman die in an accident at Ultodanga


রণয় তেওয়ারি: প্রথমে বাইক থেকে ছিটকে পড়লেন রাস্তায়, তারপর পিষে দিল ট্রাক! রাতের শহরে ফের গতির বলি পুলিসকর্মী। লরি-সহ গ্রেফতার চালক।  দুর্ঘটনা ঘটল উল্টোডাঙার আরজি কর হাসপাতাল রোডে।

জানা গিয়েছে, মৃতের নাম নেপোলিয়ান বালোয়ারি। লালবাজারে ট্রাফিক কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা।  রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন নেপোলিয়ান। বাইক চালাচ্ছিলেন ওই পুলিসকর্মী। কীভাবে দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙায় আরজি কর রোডে ট্রাম লাইনে আটকে যায় বাইকে চাকা! প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়েন  নেপোলিয়ান।

এদিকে তখন ওই রাস্তায় দিয়েই আসছিল একটি বারো চাকার লরি। রাস্তায় পড়ে থাকা অবস্থায় ওই পুলিসকর্মীকে পিষে দিয়ে চলে যায় লরিটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত পুলিসকর্মীরা। লরি-সহ ধরা পড়ে চালক। গুরুতর জখম অবস্থায় নেপোলিয়ানকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: Group D Agitation: ধর্মতলায় নবান্ন! নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী সাজলেন চাকরিপ্রার্থী

এর আগে, কলকাতায় বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দু্ঘটনার কবলে পড়েছিলেন এক পুলিসকর্মী। গত বছর একবালপুরে পিছন থেকে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন গার্ডেনরিচ থানার এএসআই  বিকাশচন্দ্র রায়। নারকেলডাঙায় নর্থ রোডের বাসিন্দা ছিলেন তিনি। ঘটনার দিন রাতে কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই পুলিসকর্মীরা। দুর্ঘটনা ঘটেছিল একবালপুর ক্রসিংয়ের কাছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *