Commonwealth Powerlifting Championship 2022 : ঝুলিতে ৬ টি স্বর্ণ পদক, দুর্গাপুরের অ্যাথলিট সীমা ফিরতেই উচ্ছ্বাস অনুরাগীদের – after getting gold medal in commonwealth powerlifting championship sima dutta chatterjee arrives at home durgapur


West Bengal News দু’দিন আগেই আসে তাঁর সোনা জেতার খবর। দুর্গাপুরের (Durgapur) অ্যাথলিট সীমা দত্ত চট্টোপাধ্যায়কে নিয়ে উচ্ছ্বাস শুরু হয়েছিল তখন থেকেই। রবিবার সোনার মেয়ে ঘরে ফিরতেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসের বাধ ভাঙল দুর্গাপুরে। রবিবার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সীমা নামা মাত্রই তাঁকে ঘিরে ধরে তাঁর ফ্যানেরা। বিমান বন্দরে তাঁকে সংবর্ধনা জানান দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিরা।

Powerlifting Competition : সংসার সামলে ফের সফল দুর্গাপুরের বধূ, নিউজিল্যান্ডে জয়জয়কার সীমার
অবশেষে বিশ্বজয় করে বাড়ি ফিরলেন সোনার মেয়ে সীমা। দেশের হয়ে ৬টি স্বর্নপদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেন দুর্গাপুরের গৃহবধূ (Durgapur House Wife) সীমা দত্ত চট্টোপাধ্যায়। সম্প্রতি নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় (Commonwealth Powerlifting Championship) দেশ ও রাজ্য সহ দুর্গাপুরের মুখ উজ্জ্বল করেন দুর্গাপুরের সীমা দেবী ও অংশু সিং। গত ২৯ নভেম্বর কমনওয়েলথ পাওয়ার লিফটিং-২০২২ এ দুটি ইভেন্টে দুটি সোনা জয় করেন দুর্গাপুরের সীমা দত্ত চট্টোপাধ্যায় এবং পুরুষদের একটি ইভেন্টে অংশু সিং সোনা জেতেন। লিফটিংয়ের ইক্যুইপড বেঞ্চ প্রেসে ক্লাসিক বেঞ্চ প্রেসে আর একটি করে সোনা জেতেন সীমা। অপরদিকে অংশু সিং ইক্যুইপড বেঞ্চ প্রেসে একটি স্বর্ণ পদক জেতেন। পরে ১লা ডিসেম্বর ইক্যুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ফের সীমার ঝুলিতে আসে আরও ৪ টি সোনা। স্কোয়াট, বেঞ্চপ্রেস, ডেডলিফ্ট ও ওভারওল বিভাগে স্বর্ণপদক জয় করে সীমা। মোট ৬ টি স্বর্ণপদক জয়ে করে বিশ্বজয়ের খাতায় নাম লেখান সীমাদেবী। খবর আসা মাত্রই সীমা দেবীর এই সাফল্য খুশির হাওয়া ছড়িয়েছিল শিল্পাঞ্চলে।

Darjeeling Hill Marathon 2022: ‘গো গ্রিন’ বার্তা দিয়ে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল দার্জিলিঙ হিল ম্যারথন
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ পাওয়ারলিফিটিং ও বেঞ্চপেস চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হয়। এর উদ্যোক্তা ইন্টারন্যাশনাল পাওয়ারলিফটিং ফেডারেশন ও এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশন। ৪ ডিসেম্বর পর্যন্ত চলে এই চ্যাম্পিয়নশিপ (Championship)। এ বছর মোট ১৬টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। যার মধ্যে ভারতের ৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। মূলত জাতীয় স্তরে যেসব প্রতিযোগীরা সোনা ও রূপো জেতেন তাঁরাই ওই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। সেই মতো দুর্গাপুরের গৃহবধূ অ্যাথলিট সীমা দত্ত চট্টোপাধ্যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁর সাফল্যে খুশি গোটা জেলা।

Uttar 24 Pargana : শরীরচর্চাই একমাত্র ধ্যান, রাজ্যের নাম উজ্জ্বল করতে ওপার বাংলায় পাড়ি প্রৌঢ়ের
অবশ্য কেবলমাত্র এই বছরই নয়, এর আগেও এশিয়ান ইকুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন সীমা দত্ত চট্টোপাধ্যায়। ওই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নিয়েছিল কাজাকিস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান, উজবেকিস্তান, ওমান, কুয়েত সহ অন্যান্য দেশের খেলোয়াড়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *