ভোটে জয়ের পর জয়ী প্রার্থী সঞ্জয় মান্না বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ছে। মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই সাফল্য অটুট থাকবে। তৃণমূল মাত্র ১১টি আসন পেয়েছে। ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে পরিচালিত করেছিল।”
BJP-র মহিষাদল মণ্ডল ৩ এর সভাপতি বৃহস্পতি মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শাসক দলের দুর্নীতি রুখতে এখানকার মানুষ ঐক্যবন্ধ হয়ে জোট করেছে। কে ডান, কে বাম, জানি না। এখানকার মানুষের একটাই লক্ষ্য শাসক দলকে হারানো। জোটে বাম, ডান, BJP সবাই আছে। এই জোট আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাজিত করবে। আশা করব গোটা রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে এইভাবে সঙ্ঘবদ্ধ হবে।”
অন্যদিকে রবিবার, তমুলকের (Tamluk) শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। ৪৩টি আসনের মধ্যে ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল। এই সমবায়তে বাম-BJP লড়াই করলেও তারা মাত্র ৪টি আসনে জয়ী হয়েছে।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর নন্দকুমার ব্লকে জোটবন্ধ হয়ে লড়াই করে প্রথম সাফল্য পেয়েছিল বাম ও বিজেপি। জোটের দাপটে নির্বাচনে খাতা খুলতে পারেনি তৃণমূল। তারপর রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘নন্দকুমার মডেল’। একাধিক BJP নেতা প্রকাশ্যে এই মডেলের সমর্থনে মুখ খুললেও পঞ্চায়েত নির্বাচনে জোটবদ্ধ হওয়ার কথা খারিজ করেছিল CPIM সহ বাম নেতৃত্ব।