CPM-BJP Alliance : নন্দকুমারের পর মহিষাদল, বাম-BJP জোটের কাছে বড় ব্যবধানে হার তৃণমূলের – cpim-bjp alliance candidate defeated trinamool congress in co operative election in purba medinipur


Trinamool Congress: বাম-BJP জোটের কাছে ধরাশায়ী ঘাসফুল (Trinamool Congress)। রবিবার মহিষাদল ব্লকের অন্তর্গত জগৎপুর শীতল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেলে বাম-BJP জোট। রবিবারের নির্বাচনে সমবায় সমিতির ৬২ টি আসনের মধ্যে বাম-BJP জোটের দখলে গিয়েছে ৫১ আসন, অন্যদিকে তৃণমূল প্রার্থীরা ১১টি আসনে জয়ী হয়েছেন। জয়ের পর বাম ও BJP কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার সমবায় নির্বাচন যেন টি টোয়েন্টি ম্যাচ। প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা। ‘নন্দকুমার মডেল’-র (Nandakumar Model) সাফল্যের পর জেলায় একাধিক সমবায় নির্বাচন(Co Operative Election In Purba Medinipur) জোট বেঁধে লড়ছে বাম-BJP। কিন্তু, নন্দকুমারের পর বেশিরভাগ জায়গাতে মুখ থুবড়ে পড়েছিল জোট। কিন্তু আজ আরও একবার তৃণমূলকে হারিয়ে জয়ী হলেন জোট প্রার্থীরা।

ভোটে জয়ের পর জয়ী প্রার্থী সঞ্জয় মান্না বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ছে। মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই সাফল্য অটুট থাকবে। তৃণমূল মাত্র ১১টি আসন পেয়েছে। ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে পরিচালিত করেছিল।”

Left BJP Alliance: ফের নন্দকুমার মডেল! তৃণমূলকে রুখতে মহিষাদল সমবায় সমিতির নির্বাচনে জোট বাম-বিজেপির
BJP-র মহিষাদল মণ্ডল ৩ এর সভাপতি বৃহস্পতি মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শাসক দলের দুর্নীতি রুখতে এখানকার মানুষ ঐক্যবন্ধ হয়ে জোট করেছে। কে ডান, কে বাম, জানি না। এখানকার মানুষের একটাই লক্ষ্য শাসক দলকে হারানো। জোটে বাম, ডান, BJP সবাই আছে। এই জোট আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাজিত করবে। আশা করব গোটা রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে এইভাবে সঙ্ঘবদ্ধ হবে।”

Trinamool Congress : ফ্লপ ‘নন্দকুমার মডেল’, ফের পূর্ব মেদিনীপুরে সমবায় দখল তৃণমূলের
অন্যদিকে রবিবার, তমুলকের (Tamluk) শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। ৪৩টি আসনের মধ্যে ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল। এই সমবায়তে বাম-BJP লড়াই করলেও তারা মাত্র ৪টি আসনে জয়ী হয়েছে।

Panskura Election : পাঁশকুড়া সমবায় নির্বাচনে তুমুল অশান্তি! ফলাফলে স্বস্তিতে TMC, দ্বিতীয় স্থানে কারা?
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর নন্দকুমার ব্লকে জোটবন্ধ হয়ে লড়াই করে প্রথম সাফল্য পেয়েছিল বাম ও বিজেপি। জোটের দাপটে নির্বাচনে খাতা খুলতে পারেনি তৃণমূল। তারপর রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘নন্দকুমার মডেল’। একাধিক BJP নেতা প্রকাশ্যে এই মডেলের সমর্থনে মুখ খুললেও পঞ্চায়েত নির্বাচনে জোটবদ্ধ হওয়ার কথা খারিজ করেছিল CPIM সহ বাম নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *