Digha Beach : দিঘায় পিকনিকে জারি কড়া বিধি-নিষেধ, কড়া পদক্ষেপ প্রশাসনের – tourists have to pay fine if they use thermocol or plastic in digha


সামনেই বড়দিন। তারপরেই নিউ ইয়ার। সাধারণ মানুষ উৎসবের মেজাজে। রাজ্যের বিভিন্ন জায়গায় পালন হচ্ছে পিঠে পুলি উৎসবও। বাঙালির বরাবর অন্যতম ট্যুরিস্ট স্পট হল ‘দিপুদা’। দিঘা, পুরী, দার্জিলিঙের মধ্যে কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসীর জন্য অনেক কাছে হয় দিঘা। তাই সুযোগ পেলেই সমুদ্র সৈকতে পাড়ি দেন সাধারণ মানুষ। ঝাউবনের ছায়ায় পিকনিকের জন্য ছুট দিতে চলেছে বাঙালি। কিন্তু, আনন্দের জন্য যাতে কোনওভাবেই পরিবেশ যাতে নষ্ঠ না সেজন্য তৎপর দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল এই প্রসঙ্গে এই সময় ডিজিটাল-কে বলেন, “দিঘাতে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার অন্যান্য সময় বন্ধ থাকে। এখন পিকনিকের মরশুম। কোনওভাবেই যাতে পর্যটকরা তা ব্যবহার করতে না পারে সেজন্য চালানো হবে বিশেষ নজরদারি।”

Digha: আন্ডারওয়াটার পার্কের পর সাবমেরিন মিউজিয়াম-ওয়াটার পার্ক! খোলনলচে বদলাচ্ছে দিঘা
দিঘায় প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহার করলে জরিমানা…
পিকনিকের সময় থার্মোকলের পাতা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে এবং তা যত্রতত্র ফেলে দেওয়ার ঘটনাও নেহাত কম নয়। আর এর ফলে দূষিত হয় পরিবেশ। যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মানস কুমার মণ্ডল বলেন, “যদি কাউকে প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করতে দেখা যায় সেক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। অন্যান্য সময়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য।”

চালানো হবে ম্যারাথন প্রচার…
দিঘাতে ম্যারাথন প্রচার চালানো হবে এই বিষয়ে। কেউ যাতে থার্মোকল এবং প্লাস্টিক ব্যবহার না করে সেকারণে মাইকিং থেকে শুরু করে অন্যান্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত দু’বছর ধরে কোভিডের চোখ রাঙানি রীতিমতো প্রভাব ফেলেছিল। পর্যটন শিল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দিঘা-পুরী-শংকরপুর সমস্ত জায়গাগুলিই ছিল ফাঁকা। কোভিডের চোখ রাঙানি চলতি বছর অনেকটাই কম।

Digha-য় ভ্রমণের ক্ষেত্রে জারি হচ্ছে একগুছ নির্দেশিকা! চালু বুধবার থেকেই
সেক্ষেত্রে ডিসেম্বর এবং আগামী বছর জানুয়ারি মাসে রেকর্ড ভিড় হতে চলেছে দিঘাতে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এমনটাই। সেক্ষেত্রে ভিড় সামলে পরিবেশ রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। উল্লেখ্য, দিঘার খোলনলচে বদলে ফেলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করা হবে। একইসঙ্গে আন্ডারওয়াটার পার্কও তৈরি হবে দিঘাতেই।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *