পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। গিতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা
- তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
- এদিকে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাফুজার রহমান বাড়ির কাজে বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে পুরুষ মহিলা সহ বেশ কয়েকজন। তাঁর উপর চড়াও হয় তারা। এর পরে মাফুজার রহমান তাঁর বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডাকেন। সেখানে একটি বৈঠক করেন তিনি। তারপর বৈঠক সেরে অঞ্চল সভাপতি নিজের বাড়ির পিছনে গেলে সেখানে তাঁকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি চালানোর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। অভিযোগকারী মাফুজার রহমান বলেন, “যারা আমার উপর আক্রমণ করেছে তারা সকলেই সমাজ বিরোধী। গোটা বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।” ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, কয়েক রাউন্ড গুলি চলেছিল। গুলির শব্দ পেয়ে তৃণমূল সমর্থকরা হামলাকারীদের তাড়া করলে তারা পালিয়ে যায়। ওই বয়ানের উপরে ভিত্তি করে ঘটনাস্থল তন্নতন্ন করে গুলির খোল খুঁজছে পুলিশ। অভিযুক্তদের কাউকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু, এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। যাদের নামে অঞ্চল সভাপতি অভিযোগ করেছেন তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এর আগে দিনহাটার নিকমনগর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছিল। সভা শেষে ফেরার পথে তৃণমূল সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ