পঞ্চায়েত ভোটের আগে ব্যাপক ক্ষোভ বাড়ছে খানাকুলের বন্দর এলাকায়। এক বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে গোটা খানাকুল। বাসস্ট্যান্ড সংস্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

হাইলাইটস
- পঞ্চায়েত ভোটের আগে ব্যাপক ক্ষোভ বাড়ছে খানাকুলের বন্দর এলাকায়
- বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু করে গোটা খানাকুল
- 1 বছর পরও ক্ষতিগ্রস্ত বাসস্ট্যান্ডের কোনও সংস্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা
সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ
এক বছরেরও বেশি সময় ধরে বন্দর বাসস্ট্যান্ডে বাস সহ ভারী যানবাহন প্রবেশ করতে পারেনি। ফলে ব্যাপক সমস্যায় গোটা এলাকার মানুষ। বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যোগাযোগ সেই পায়ে হেঁটে করতে হচ্ছে স্থানীয়দের। এলাকায় পন্যবাহি গাড়ি না যাওয়ার কারণেও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি। প্রায় এক বছর আগে রূপনারায়ণের বাঁধ ভেঙে ধ্বংস লীলা চলেছিল খানাকুলের ধান্যঘোড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। একের পর এক রাস্তা, ঘাট, বাড়ি ঘর ভেঙে পড়েছিল। লন্ডভন্ড হয়েছিল বন্দর বাসস্ট্যান্ড চত্বরও। বাসস্ট্যান্ডের মাঝামাঝি তলিয়ে গিয়ে ছোট খালের আকারে পরিণত হয়েছিল। বাস্ট্যান্ড ঢোকার আগে পারাপারের ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়। এক বছরেরও বেশি সময় ধরে যেই ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল এখনও তা একই ভাবে রয়ে গিয়েছে।
বাসস্ট্যান্ড সংস্কারের দাবি স্থানীয়দের
রূপনারায়ণ নদী পেরিয়ে মেদিনীপুর জেলার কয়েক হাজার মানুষ এই বাসস্ট্যান্ডে এসে বাস ধরেন। অন্যদিকে হুগলি জেলারও কয়েক হাজার মানুষ রোদ জল মাথায় নিয়ে বাস ধরতে বন্দর বাসস্ট্যান্ডে আসেন। এলাকার মানুষের দাবি, যাত্রীদের সুবিধার জন্য বাসস্ট্যান্ড সংস্কার করে মাথার উপর ছাদ করা হোক। ভালো শেড তৈরি করা হোক। কিন্তু, কিছুই হয়নি। বন্যার এক বছর পূর্তি হলেও ধ্বংস স্তূপ সরানোর কোনও হেলদোল নেই প্রশাসনের। সূত্র থেকে জানা গিয়েছে,খানাকুল পঞ্চায়েত সমিতি ও হুগলি জেলা পরিষদের টানাপোড়েনে বাসস্ট্যান্ডের সংস্কার কাজ অধরা থেকে গিয়েছে। তার জেরে ভুগতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।
যদিও আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী বলেন, “সব কিছু খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। অনুমোদন পেলেই খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।” তবে কাজ না হওয়ায় জন্য তৃণমূলকে দায়ি করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর অভিযোগ, তৃণমূলের নেতারা লুটেপুটে খেতে ব্যস্ত। উন্নয়ন হবে কি করে? কাজ করার মানসিকতা হারিয়ে ফেলেছে তৃণমূল নেতারা। তাই ভুল বকছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ জবাব দেবে। এখন দেখার এলাকার মানুষের স্বার্থে স্থানীয় প্রশাসন বাসস্ট্যান্ড তৈরি করে কিনা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ