Paschim Medinipur : আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, উত্তেজনা মেদিনীপুরে – councillor get involved in clash with local people at medinipur for vat issue


Produced by Suman Majhi | Lipi | Updated: 4 Dec 2022, 3:57 pm

মেদিনীপুরের সিপাই বাজার এলাকায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলের সঙ্গে এলাকাবাসীরা।ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ।

 

হাইলাইটস

  • ময়লার ভ্যাট নিয়ে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলের সঙ্গে এলাকাবাসীরা।
  • ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের সিপা ইবাজার এলাকায়।
  • ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
West Bengal News ময়লার ভ্যাট নিয়ে সমস্যা এলাকায়। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলের সঙ্গে এলাকাবাসীরা। সাতসকালে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা মেদিনীপুর (Paschim Medinipur) শহরে। পুলিশের সামনেই এলাকাবাসীর সঙ্গে হাতাহাতিতে জড়ালেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

West Bengal News : লোকালয়ে বাইসনের হানায় আহত ১, আতঙ্ক ধূপগুড়িতে
স্থানীয় সূত্রে খবর, আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের সিপা ইবাজার এলাকায়। পুলিশের সামনেই এলাকাবাসীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন মেদিনীপুর পুরসভার (Medinipur Municipality) ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল ভক্ত। জানা গিয়েছে, দিন কয়েক আগে মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপাই বাজার এলাকায় থাকা একটি ভ্যাট ভেঙে দেন এলাকারই এক বাসিন্দা। তারপর থেকেই আবর্জনা ফেলতে অসুবিধে হচ্ছিল এলাকাবাসীদের। এলাকায় নতুন ভ্যাটের দাবিতে রবিবার বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। ঘটনাস্থলটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সীমানায় হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শ্যামল ভক্ত। এরপর পুলিশের সামনেই প্রথমে এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি।

BJP MLA : হচ্ছে না জঞ্জাল সাফাই! পুর চেয়ারম্যানের বাড়ির সামনে আবর্জনা ফেলার নিদান BJP বিধায়কের
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে। সেই জায়গা একজনের ব্যক্তিগত মালিকানায় চলে যায়। তিনি ওই ময়লা ফেলার জায়গাটি তুলে দেন। পরে স্থানীয় কাউন্সিলরের নির্দেশে ময়লা ফেলার জায়গাটি ফের গড়ে দিতে হয় ব্যক্তিকে। কিন্তু কিছুদিন পর থেকেই ফের ওই আবর্জনা ফেলার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। পুরসভার নাম ভাঙিয়ে ওই জায়গাটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। পুরসভা যাতে এই এলাকার জন্য একটি নির্দিষ্ট ময়লা-আবর্জনা ফেলার জায়গা স্থির করে দেয় সে ব্যাপারে আর্জি জানিয়েছি আমরা। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা স্থির করা হবে এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

Arambagh Municipality : মাঠ দখল করে ময়লার ভ্যাট! পুরসভার বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা
এদিন হাতাহাতির পর কোনওক্রমে প্রাক্তন কাউন্সিলরকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। এরপর এলাকাবাসীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এলাকায় এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে পুলিশ। ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *