Primary TET 2022 : TET-এর সিট পড়েছে ঢাকায়? ভাইরাল অ্যাডমিট কার্ড নিয়ে এবার মুখ খুললেন মেমারির মিমো – wb tet 2022 bardhaman memari mimo ghosh talks about fake admit card trending on social media exclusive


যেতে হবে না বাংলাদেশে, ঢাকাতে। পশ্চিমবঙ্গেই পড়েছে TET-এর সিট। এবার মুখ খুললেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা মিমো ঘোষ। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন বিস্তারিত

 

হাইলাইটস

  • বাংলাদেশ, লাহোর, দুবাইতে নাকি TET পরীক্ষা দিতে যেতে হবে?
  • কিন্তু, এই নিয়ে এবার মুখ খুললেন মিমো।
  • তিনি ‘এই সময় ডিজিটাল’ কে বলেন, “এই ভাইরাল অ্যাটমিট কার্ডের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, তা ভুয়ো।”
প্রাথমিক TET পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন গোটা রাজ্যের পরীক্ষার্থীরা। কিন্তু, এরই মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল কিছু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। আর সেখানে পরীক্ষাকেন্দ্রের জায়গা কার্যত চমকে দেওয়ার মতো। বাংলাদেশ, লাহোর, দুবাইতে নাকি TET পরীক্ষা দিতে যেতে হবে তাঁদের। বহু BJP নেতা-নেত্রী নিজের ফেসবুক থেকে এই পোস্টগুলি শেয়ার করেছেন। এই ভাইরাল অ্যাডমিট কার্ডেই নাম ছিল পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা মিমো ঘোষের। ভাইরাল ছবি অনুযায়ী তার TET পরীক্ষার সেন্টার পড়েছে ঢাকা বাংলাদেশে। আর এই নিয়ে রীতিমতো আলোড়ন চলছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, এই নিয়ে এবার মুখ খুললেন মিমো। তিনি ‘এই সময় ডিজিটাল’ কে বলেন, “এই ভাইরাল অ্যাটমিট কার্ডের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ফটোশপ করে তা এভাবে ছড়ানো হচ্ছে বলে আমি মনে করছি। অবিলম্বে বিষয়গুলি বন্ধ হোক।”

Primary TET : টেট পরীক্ষার সিট দুবাইতে? সত্যিটা জানিয়ে মুখ খুললেন হুগলির পরীক্ষার্থী
“বাংলাদেশে সিট পড়েনি, পড়েছে…”
বর্ধমানের মেমারির এই ছাত্র বলেন, “সোশাল মিডিয়ায় বিষয়টি প্রথম নজরে আসে। আমার নাকি সিট পড়েছে বাংলাদেশে। আমি অনেকটাই চেষ্টা করেছিলাম যাতে পুরো বিষয়টি আটকাতে পারি। পারিনি অনেক চেষ্টা করেছিলাম। আমার সিট পড়েছে বর্ধমান ওম্যানস কলেজে।” কেন হঠাৎ করে তাঁর অ্যাডমিট কার্ডকে ‘টার্গেট’ করা হল! তা এখনও বুঝে উঠতে পারছেন না এই ছাত্র। মিমোর কথায়, “সামনে পরীক্ষা। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিৎ। আমি পড়াশোনায় মন দিতে চাই। প্রথমবার TET পরীক্ষা দিচ্ছি। চাকরি পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে চাই। এই সময় ভুয়ো পোস্টের প্রভাব পড়ছে।” তিনি নিজের ফেসবুক থেকেও একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে মিমো লিখেছেন, “যে ছবি সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। আমি জানি না কেন তা করা হচ্ছে। এই পোস্টগুলি নিয়ে রিপোর্ট করুন…আমি অত্যন্ত হতাশ।” তবে এখনও পুলিশে কোনও অভিযোগ জানাননি মিমো।

Primary TET 2022 Admit Viral: পরীক্ষার সিট পড়েছে দুবাই ও লাহোরে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেটের অ্যাডমিট কার্ড
আগামী ১১ ডিসেম্বর রাজ্যজুড়ে TET পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ৩০ নভেম্বর থেকে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। তারপর থেকেই ভাইরাল অ্যাডমিট কার্ডগুলির ছবি ঘিরে কার্যত হইচই চলছে। হুগলির মগরার পরীক্ষার্থী অয়ন কোলেও জানিয়েছিলেন তাঁর অ্যাডমিট কার্ডে ভুয়ো পরীক্ষাকেন্দ্র ছাপিয়ে তা সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। বিষয়টি নিয়ে মগড়া থানায় অভিযোগ করেছে হুগলি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *