Shilpa Agnihotri, Apurva Agnihotri, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কফি শপে দেখা, সেখান থেকেই প্রেম। ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলি তারকা অপূর্ব অগ্নিহোত্রী ও শিল্পা সাকলানি। উত্তরাখণ্ডের দেরাদুনে বসেছিল সেই বিয়ের আসর। তারপর থেকে দুজনে মিলে সমস্ত ভালোমন্দের মধ্যে দিয়ে পথ হেঁটেছেন। অবশেষে বিয়ের ১৮ বছর পর দুই থেকে তিন হয়েছেন শিল্পা ও অপূর্ব। ১৪ অক্টোবর জন্ম হয়েছে শিল্পা-অপূ্র্বের প্রথম সন্তানের। মেয়ের জন্মের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অপূর্ব।
অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রীর ২ ডিসেম্বর নিজের জন্মদিনেই আলাপ করিয়েছেন তাঁদের মেয়ের সঙ্গে। নাম রেখেছেন ঈশানি কানু অগ্নিহোত্রী। শিল্পার সঙ্গে মেয়ের ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘এভাবেই আমার জন্মদিনটা ঈশ্বরের আশীর্বাদে আমার কাছে জীবনের শ্রেষ্ট জন্মদিন হয়ে উঠেছে। স্পেশাল আমার কাছে স্পেশাল হয়ে উঠেছে।’ এটা আমার বিশেষ, অবিশ্বাস্য়, অসাধারণ, অলৌকিক একটা উপহার। শিল্পার সঙ্গে মিলে কৃৃতজ্ঞতার সঙ্গে এই অপরিমেয় খুশি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের মেয়ে ঈশানি কানু অগ্নিহোত্রীর সঙ্গে আলাপ করুন। আমাদের মেয়েকে ভালোবাসা ও আশীর্বাদ দিন। ওঁ নমঃ শিবায়।’
আরও পড়ুন-‘১০০ কোটি প্রয়োজন, আপনাদের পাশে পেতে চাই’, মুম্বই-এর কনসার্টে বার্তা অরিজিতের
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎাকারে অপূর্ব অগ্নিহোত্রী জানাচ্ছেন, ‘বিয়ের পর থেকেই আর পাঁচজনের মতোই আমরাও বাবা-মা হওয়ার স্বপ্ন দেখেছি। তবে এই আনন্দটা পেতে ১৮ বছর সময় লেগে গেলো। এখন থেকে আমাদের বাবা-মায়ের দায়িত্ব পালন শুরু হয়েছে। রাত জাগা, আবার মেয়ে ঘুমোলে ঘুমতে যাওয়া এটা একটা অদ্ভুত আনন্দ। ঈশানি মা দুর্গার নাম, সেখান থেকেই মেয়ের নাম রেখেছি। কারণ, এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদের মতোই।’
অপূর্ব অগ্নিহোত্রীর কথায়, ‘ঈশানি মোটেও বদমেজাজী নয়। ওকে খাওয়াতে ঢেকুর তোলাতে আমাদের বেশ ভালোই লাগে। আমি এখন বিশ্বাস করি, যখন যেটা ঘটার ঘটবে। ২০২২ টা তাই আমাদের কাছে অসাধারণ একটা বছর। আমি চাইব ঈশানিকে খুব শক্ত সমর্থ্য করে বড় করে তুলতে চাই। চাই ও ওর বাবার মতো রোমাঞ্চকর খেলাধুলো পছন্দ করবে। সবকিছু জন্য ঈশ্বরের কাছে আমরা আশীর্বাদধন্য।’
প্রসঙ্গত, একসময় ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে গঙ্গার ভূূমিকায় একসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিল্পা সাকলানি, (বিয়ের প অগ্নিহোত্রী) অন্যদিকে পরদেশ ছবির অন্যতম অভিনেতা খলনায়ক হিসাবে পরিচিতি পান অপূর্ব অগ্নিহোত্রী। পরবর্তীকালে দুজনেই বহু জনপ্রিয় টেলি ধারাবাহিকে অভিনয় করেছেন।