বকেয়া ভাড়া নিয়ে বচসার জের! তারপরই বাড়িওয়ালা দম্পতির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন বাড়ির মালিক। মৃত্যু হয়েছে মালিকের স্ত্রীর।
হাইলাইটস
- বাড়িওয়ালা দম্পতির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরুদ্ধে
- বাড়িভাড়া বকেয়া থাকা নিয়েই বচসা শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে
- ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, বহুদিন ধরে শাহজাদের বাড়িতে দিদাকে নিয়ে ভাড়া থাকত (Rental House) বিকাশ পাঞ্জিয়ার। শনিবার রাতে বাড়ি মালিক ও তাঁর স্ত্রী গঙ্গা ছেত্রীর (৪০) সঙ্গে বচসা বাধে বিকাশের। এরপরই দু’জনের উপর ধারালো কিছু দিয়ে হামলা করে অভিযুক্ত। কিছুক্ষণ পর বিকাশকে পালিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। তারপরই ঘটনার কথা জানাজানি হয়। খবর পেয়ে বাড়িটিতে যান ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় শাহজাদ ও গঙ্গাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে গঙ্গাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দিকে ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন শাহজাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরেই বাড়ির ভাড়া দিচ্ছিল না বিকাশ। তা নিয়েই শনিবার শাহজাদ ও গঙ্গার সঙ্গে তার বচসা শুরু হয়। সেই সময় রাগের মাথায় বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর উপর বিকাশ হামলা চালায় বলে অভিযোগ।
অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ
খবর পেতেই প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিকাশের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গুরুতর জখম অবস্থায় শাহজাদের খালপাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে। পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক বিহারের দিকে পালিয়ে যেতে পারে। সেই কারণে রাতেই প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। বিকাশের দিদাকে রাতে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানার পুলিশ। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী বলেন, মূল অভিযুক্ত ভাড়াটে যুবক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাঠক বলেন, “বাড়ি মালিক ও ভাড়াটের মধ্যে কোনও ঝামেলা হয়। এরপরই হামলা করা হয় স্বামী স্ত্রীয়ের উপর। ঘটনাস্থলের কাছেই একটি অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে দ্রুত সেখানে যাই। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ