Sukanta Majumdar BJP : ‘খেলা দেখতে থাকুন… আম্পায়ার আমাদের সঙ্গে আছে’, মন্তব্য সুকান্তর – sukanta majumdar criticize state government over various issues


West Bengal News খেলতে থাকুন, যত ইচ্ছা ছয়, চার মারতে থাকুন, আম্পায়ার আমাদের সঙ্গে আছে। আলিপুরদুয়ার দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গতকালই ব্যারাকপুরে (Barrackpore) BJP-র এক কর্মসূচি থেকে ‘ভয়ঙ্কর খেলা’র কথা শুনিয়েছিলেন সুকান্ত। এবার আরও একধাপ এগিয়ে আলিপুরদুয়ারে BJP কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সুকান্ত’র হুঙ্কার, “খেলা দেখুন, নিজের জেলায় খেলা করুন.. তৃণমূল কংগ্রেসের ইনিংস শেষ, আপনাদের ইনিংস শুরু। আপনারা ব্যাটিং করুন, চার, ছয় মারতে থাকুন, আম্পায়ার আমাদের সঙ্গে আছে।”

Mithun Chakraborty : বীরভূমে ‘মন কি বাত’ অনুষ্ঠানে অনুপস্থিত মহাগুরু! আশাহত BJP কর্মীরা
আলিপুরদুয়ারে জেলা BJP কার্যালয়ের ভূমি পুজোয় উপস্থিত হয়ে শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ‘ধেড়ে ইঁদুর ধরা পড়ার’ কথা শোনা যায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। সেই বক্তব্য টেনে গতকাল ডায়মন্ড হারবারের শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন BJP নেত্রী অগ্নীমিত্রা পাল (Agnimitra Paul)। এবার সেই প্রসঙ্গ উঠে এল BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথাতেও। আলিপুরদুয়ারের কর্মসূচি থেকে সুকান্ত বলেন, “চিন্তা নেই সব ধেড়ে ইঁদুর খাঁচার মধ্যে ঢুকবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, শুনেছেন তো আপনার। একটু সময় লাগছে। ছোট নেংটি ইঁদুর হলে ঢুকিয়ে দেওয়া যেত। বড়ো ইঁদুর, তাই বড় খাঁচা তৈরি হচ্ছে। তাই একটু সময় লাগছে।”

Dilip Ghosh : ‘চোরকে চোর বলতে আপত্তি কোথায়?’ বাগদার বিধায়কের মন্তব্যের পালটা দিলীপের
অন্যদিকে, কেন্দ্রীয় আবাস যোজনায় সরকারি অনুদানের বিষয়টি আদতে BJP নেতৃত্বের দরবারের জন্যেই হয়েছে বলে দাবি BJP রাজ্য সভাপতির। দুদিন আগেই কেন্দ্রীয় আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রসঙ্গে সুকান্তর দাবি, “ওই টাকাগুলো তো আমরাই বলে আনলাম। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ছিল নাকি ওই টাকা আনার। ১১ লাখ বাড়ি পাবে পশ্চিমবঙ্গের মানুষ। কলার ধরে টাকা আদায় করুন। নরেন্দ্র মোদী টাকা দিয়েছেন। এক তৃণমূল নেতাকে এক টাকাও খেতে দেবেন না।”

West Bengal Blast : ভূপতিনগর বিস্ফোরণে NIA তদন্তের দাবি, অমিত শাহকে চিঠি লিখবেন সুকান্ত
পাশাপাশি গতকাল ডায়মন্ড হারবারের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ‘বানচাল’ করার বিষয়েও মুখ খোলেন সুকান্ত। BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, BJP কর্মীদের মারধর করা হয়েছে বলে দাবি করেন রাজ্য সভাপতি। তাঁর কথায়, “আমাদের সভা বানচাল করার চেষ্টা করছিল, কিছুটা সফল হয়েছে। আমাদের প্রচুর কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ১০০ বেশি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। অনেকেরই আঘাত গুরুতর। আমরা এর বিরুদ্ধে লড়াই করবো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *