Viral Video: পাকিস্তানি কন্যা আয়েশার স্টাইলে মাধুরীর নাচ, তুমুল ভাইরাল ভিডিয়ো


Madhuri Dixit, Viral Video, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংগীতের কোনও সীমানা হয় না, হাওয়ার মতোই সে মুক্ত, ফের একবার তা প্রমাণিত। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান  ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ বিগত কয়েকদিনে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত এই গানের রিমিক্সে রিলের ছড়াছড়ি ইনস্টাগ্রামে। সৌজন্যে পাকিস্তানি কন্যা আয়েশা। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে, তাঁর পছন্দের গানে পা মিলিয়েছিলেন আয়েশা, সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের থেকেও দ্রুত। সম্প্রতি সেই গানে নতুন মাত্রা যোগ করেছিলেন মিস্টার বিন। এবার আয়েশার স্টেপেই এই গানে রিল বানালেন মাধুরী দীক্ষিত।

আরও পড়ুন-WATCH | Shah Rukh Khan | Priyanka Chopra: মঞ্চে শাহরুখকে সম্বর্ধনা, দর্শকাসন থেকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা, ভাইরাল ভিডিয়ো

সাদা রঙের শিমারি শাড়িতে শনিবার একটি রিল পোস্ট করেন মাধুরী। প্রায় রোজই ট্রেন্ডিং গানে বা অডিয়োতে রিল বানান মাধুরী। তবে এবার যেভাবে পাকিস্তানি কন্যার স্টেপে নাচলেন বলিউডের ডান্সিং কুইন তা সত্যিই কাবিল-ই-তারিফ। তবে স্টেপ এক হলেও মাধুরী নেচেছেন নিজস্ব স্টাইলে আর তাতেই মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। কেউ লিখেছেন দারুণ, কেউ আবার লিখেছেন অনবদ্য। মাধুরী ম্যাজিকে আচ্ছন্ন অনুরাগীরা।

সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই রীতিমতো মজেছে এই গানে। তবে সম্প্রতি সকলের সঙ্গে এই গানে নতুন মাত্রা যোগ করেছিলেন খোদ মিস্টার বিন। ভিডিয়োয় দেখা যায় গানের তালে তাল মিলিয়ে সুন্দর হাত-পা দোলাচ্ছেন তিনি। এমনই এক ভিডিয়ো সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। তাঁর অদ্ভুত ডান্স স্টেপ দেখে রীতিমতো হাসির রোল নেটপাড়ায়। অনেকেই মজা করে লিখছেন, ‘এই নাচ তাঁকে হয়তো তাঁর ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীই শিখিয়েছেন’।

লতা মঙ্গেশকরের এই গানটি মূলত চর্চায় এসেছিল এক পাকিস্তানি কন্যার নাচকে ঘিরে। পাকিস্তানের এক সংবাদ চ্যানেলে এসে আয়েশা বলেন, তাঁর প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ১৮ বছর বয়সি আয়েশা। এই গানটি তাঁর বন্ধিুর পছন্দের। সেখানেই হঠাৎ তাঁর বন্ধু এই গানে তাঁকে নাচতে অনুরোধ করেন। কোনও প্রস্তুতি ছাড়াই সেই আসরে নিজের মতো নাচেন আয়েশা। সেই সময়ই তাঁর নাচ ক্যামেরাবন্দি করে সেখানে উপস্থিত ক্যামেরাম্যানরা। পরে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আয়েশা কলেজে পড়েন ও তিনি অনেকদিন ধরেই মডেলিং করছেন। সেই সাক্ষাৎকারে আয়েশা জানান যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাঁর ফলোয়ার সংখ্যা এক ধাক্কায় বেড়েছে ৩ লক্ষ। তাঁর দাবি এই ভিডিয়ো ভাইরাল হয়ে তাঁর মডেলিং কেরিয়ারে বেশ লাভই হয়েছে। আয়েশার পরনে ছিল সবুজ রঙের সালোয়ার যেটি তার জন্য বেশ অনেকটাই বড়, তাহলে কেন এই পোশাক? সঞ্চালিকার উত্তরে আয়েশা বলেন, এটা কোনও স্টাইল স্টেটমেন্ট নয়। এটাই সবচেয়ে ছোট সাইজ ছিল। হাসির রোল ওঠে অনুষ্ঠানে। ওই একই বিয়ের অনুষ্ঠানে আয়েশা নেচেছিলেন আরও একটি গানে। সেই নাচও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের সঙ্গে সারা ভারত মেতে আয়েশার নাচে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *