West Bengal Election: মন্ত্রীর সামনেই বিরোধীদের হুমকি নদিয়ার তৃণমূল নেতার, পাশে দাঁড়ালেন বিধায়কও – trinamool congress leader of nadia gives threat to congress, cpm, bjp workers


Trinamool Congress: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের শুক্রবারের সভার পালটা শনিবার বিকেলে চাপড়া নতুন বাস বাসস্ট্যান্ডে রাজনৈতিক সভার ডাক দিয়েছিল তৃণমূল (Trinamool Congress)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) কয়েকমাস আগে সেই সভা মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করতে গিয়ে বিতর্কতি মন্তব্য করলেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকদেব ব্রহ্ম। শাসক দলের নেতার মন্তব্যে প্রছন্ন হুমকি দেখছেন বিরোধীরা। শুকদেব ব্রহ্ম “আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন CPM, BJP, কংগ্রস কর্মীসমর্থকদের ঘর থেকে বাইরে বেরোতে দেব না”। যে মঞ্চ থেকে বিরোধীদের চোখ রাঙাচ্ছেন ব্লক তৃণমূল সভাপতি, সেই মঞ্চেই বসেছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার তৃণমূল বিধায়ক রূকবানুর রহমানসহ নদিয়া জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

School Admission West Bengal : সরকারি স্কুলে ভর্তি করাতেও রাত জেগে লাইন, শান্তিপুরে উলটপূরাণ
স্থানীয় সূত্রে জানা গেছে, শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে ১২ লক্ষ টাকার বিনিময়ে এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এসেছিল। এই নিয়ে নদিয়ার জেলা রাজনীতিতে বিস্তর জলঘোলাও হয়েছিল। এমনকী ভোট পরবর্তী হিংসা মামলায় হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় CBI আধিকারিকরা তদন্ত করতে এলে তাঁদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন এই শুকদেব ব্রহ্ম ও তাঁর দলবল।

Trinamool Congress : ফ্লপ ‘নন্দকুমার মডেল’, ফের পূর্ব মেদিনীপুরে সমবায় দখল তৃণমূলের
স্থানীয় বাসিন্দারা শুকদেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন। ২০১৩ সালেলে বেদবেরিয়াতে CPM নেতা আসাদুল শেখ খুন, বিধানসভা ভোটের সময় বিরোধীদের বাড়িতে অগ্নিসংযোগ, চাপড়া এলাকার ২০০ থেকে ২৫০ বিরোধী রাজনৈতিক দলের সমর্থক পরিবারকে ঘরছাড়া করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে। ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা ধর্ম মন্ডল নামে BJP কর্মী খুনে অন্যতম প্রধান অভিযুক্ত শুকদেব।

West Bengal election : বিরোধীশূন্য উলুবেড়িয়ার সমবায় সমিতি, সবকটি আসনে জয় পেল তৃণমূল
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শুকদেব। নিজের বক্তব্য সম্পর্কে সাফাই দিতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন বামেদের সন্ত্রাসে ভুক্তভোগী এই এলাকায় পুনরায় সন্ত্রাস তৈরির চেষ্টা হলে গণ প্রতিরোধ গড়ে তুলবে সাধারণ মানুষ, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমান বলেন, “আমি মঞ্চে বসে বক্তব্য শুনেছি। ও বলেছে যদি সন্ত্রাস তৈরির চেষ্টা হলে প্রতিরোধ হবে।” তৃণমূলকে কটাক্ষ করেছে BJP। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস প্রতিক্রিয়া জানান ” যেমন ঝাড় তেমনি বাশ! তৃণমূল তো সন্ত্রাস করেই টিকে আছে, এ আর নতুন কী!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *