West Bengal Weather Update : আরও নামল পারদ, ডিসেম্বরের শহরে জাঁকিয়ে শীত – weather report temperature in kolkata likely to drop more in december first week


West Bengal News : আরও নামল তাপমাত্রার পারদ। রবিবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা (Kolkata Temperature Today) নেমে গেল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। অর্থাৎ সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের আমেজ (Winter 2022) উপভোগ করছে তিলোত্তমাবাসী। শুক্রবার থেকেই পার পতন শুরু হয়েছিল। ১৭ ডিগ্রি, ১৬ ডিগ্রির পর এবার এক ধাক্কায় তাপমাত্রা ১৫-তে। আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রার নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে ফের একবার শীত বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কি শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঝঞ্ঝা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

West Bengal Weather Update : উইকএন্ডে হাড়কাঁপানো ঠান্ডা, কলকাতায় মরশুমের শীতলতম দিন
ডিসেম্বরের শহরে তাপমাত্রা কত?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ। এদিন সকাল থেকেই মূলত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। অবাধ উত্তুর হাওয়ার প্রবেশেই শহরের তাপমাত্রা হু হু করে নামছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পতন অব্যাহত থাকবে।

West Bengal Weather Update : উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস
কোন জেলায় কত নামল তাপমাত্রা?

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল-

আসানসোল– ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর– ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া– ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর– ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান– ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার– ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং– ৭.৮ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার– ১৬ ডিগ্রি সেলসিয়াস
দিঘা– ১৬ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি– ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং– ১২ ডিগ্রি সেলসিয়াস
দমদম– ১৭ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া– ১৫ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক– ১৮ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর– ১৫ ডিগ্রি সেলসিয়াস
মালদা– ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি– ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন– ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন– ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস

West Bengal Weather Update : ডিসেম্বরের শুরুতেই শীতের হোঁচট! কবে থেকে পারদ পতন?
শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত?

শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। প্রশ্ন উঠছে আবহাওয়ার খামখেয়ালিপনাকি কমে যাবে ঠান্ডার আমেজ? আবহাওয়াবিদরা অবশ্য এ ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশরই মতে, অন্য কোনও বাধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের জোরাল ইনিংস চলবে। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তুরে হাওয়ার প্রবেশপথ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *