Banarhat Cash Recovery : বানারহাটে উদ্ধার নগদ টাকা তৃণমূলের, চাঞ্চল্যকর অভিযোগ BJP বিধায়কের – bjp mla manoj tigga accused trinamool congress for jalpaiguri cash recovery


West Bengal Local News: রাজ্যের একের পর এক টাকা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। ভিন রাজ্য থেকে আসা গাড়ির টায়ারের ভিতর থেকে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটে (Banarhat Police Station) রবিবার একটি গাড়ি আটক করে পুলিশ। অভিনব কায়দায় টাকা উদ্ধারের কৌশল দেখে পুলিশ আধিকারিকরাও অবাক হয়ে গিয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল ইমতিয়াজ আলম (২৯), মহম্মদ তৌফিক (৩৮), মহম্মদ নওসাদক (২৮), মহম্মদ মোজাব্বিল (২৮) ও গুড্ডু রজক(২৪)। ধৃতদের মধ্যে প্রথম চারজন বিহারের বাসিন্দা এবং ডালখোলার বলে জানিয়েছে পুলিশ।

Banarhat Cash Recovered: গাড়ির টায়ারের ভিতর থেকে মিলল লাখ লাখ টাকা, পুলিশি অভিযানে বড় সাফল্য
সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “রবিবার দুপুরে আমাদের কাছে খবর আগে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণ টাকা বিহার থেকে অসমে পাচার করা হচ্ছে। বিন্নাগুড়ি থানার তরফে এলাকায় নাকা চেকিং শুরু হয়। পার্শ্ববর্তী থানাতে খবর দেওয়া হয়। কালো রঙের একটি স্করপিও গাড়িকে আটক করা হয়। কিন্তু গাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। বানারহাট থানাতে নিয়ে গিয়ে ধৃতদের জেরা করে জানা যায় চাকার মধ্যে করে টাকা পাচার করা হচ্ছে। মেকানিক নিয়ে এসে চাকা খুলে পলিথিন ব্যাগে টাকা পাওয়া গিয়েছে। ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা পাওয়া গিয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হবে। তদন্ত চলবে।”

Noida Police : ‘রাখে হরি মারে কে’, NRI-এর খোয়া যাওয়া ১ কোটির গয়না ফেরাল নয়ডা পুলিশ
এদিকে চাঞ্চল্যকর দাবি করেছে স্থানীয় বিধায়ক তথা বিধানসভায় BJP পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। টাকা উদ্ধার নিয়ে শাসকদল তৃণমূলকে বিঁধেছেন তিনি। মনোজ বলেন, “রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িসহ বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। টাকা উদ্ধার হলেই BJP-কে দোষারোপ করে তৃণমূল। এটা কয়লা, কাঠ ও বালি পাচরের টাকা। নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ দেখাতে চাইছে যে তারা কাজ করছে। গ্রিন করিডর করে রাজ্যে প্রভাবশালীদের বাড়িতে টাকা পাঠানো হয়।”

West Bengal Tourism : সুখবর, সামাজিক অনুষ্ঠানের জন্য এবার থেকে ভাড়া নেওয়া যাবে তিস্তা উদ্যান
উল্লেখ্য, রাজ্যে একের পর এক টাকা উদ্ধাররের ঘটনায় বেশ কয়েকদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। হাওড়াতে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের নগদ টাকা সমতে আটক করেছিল পুলিশ। টাকা উদ্ধার এবং তাই নিয়ে রাজনৈতিক চাপান উতোর এখন বঙ্গ রাজনীতির অঙ্গ। এই টাকা উদ্ধার ঘিরে তৃণমূল-BJP তরজা চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *