পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যের গাড়িতে করে স্টেপনি টায়ারের মধ্যে বিপুল পরিমাণ বেহিসাবি নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তৎপরতায় উদ্ধার লাখ লাখ টাকার বান্ডিল। বিলাস বহুল গাড়িতে থাকা অতিরিক্ত টায়ার থেকে মিলল মোট ৯৪ টি মোটা টাকার বান্ডিল। বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি এলাকায় তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। গাড়িতে থাকা ৫ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বানারহাট থানার পুলিশ (Banarhat Police Station)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি বিলাস বহুল গাড়ি ধূপগুড়ি (Dhupguri) থেকে আলিপুরদুয়ারের (Alipurduar) দিকে যাচ্ছে। গাড়িতে প্রচুর পরিমাণ নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটিকে তেলিপাড়াতে আটক করে পুলিশ। শুরু করা হয় তল্লাশি। সারা গাড়ি খুঁজেও গাড়িটি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। পুলিশ গাড়িটিকে নিয়ে সোজা বানারহাট থানায় নিয়ে আসে। গাড়িটির বিভিন্ন অংশ খুলে তল্লাশি করা শুরু করা হয়। গাড়িটির টায়ার খুলে তল্লাশি চালানোর সময় হতবাক হয়ে যান পুলিশ কর্মীরা। দেখা যায়, গাড়িতে থাকা অতিরিক্ত স্টেপনি টায়ারের মধ্যে ঢোকানো রয়েছে একগুচ্ছ টাকার বান্ডিল। সেখান থেকেই ৯৪ টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়।
গাড়িতে থাকা ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি বিহারের পুর্নিয়ার বলে জানা গিয়েছে। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, গাড়িটিতে মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “একটি গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” কী কারণে এত পরিমাণ নগদ অর্থ এভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃত ব্যক্তিদের সঙ্গে কোনও অপরাধমূলক চক্র জড়িয়ে আছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই হাওড়ার (Howrah) পাঁচলা মোড় (Panchla) থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয় ঝাড়খণ্ডের নাম প্লেট লাগানো একটি গাড়ি থেকে। পরে এই ঘটনায় ওই গাড়ি থেকে ৩ কংগ্রেস বিধায়ককে আটকও করা হয়েছে। গোটা ঘটনায় হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে।