Elephant : জটিয়ার জঙ্গলে নতুন অতিথির আগমন, সন্তান প্রসব করল মা হাতি – elephant gives birth to a new child in kharagpur forest


West Bengal Local News: বেশ কয়েকদিন ধরে খড়গপুর (Kharagpur) বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের (Kalaikunda Range) জটিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতির দল। বন দফতর (West Bengal Forest Department) সূত্রে জানা গিয়েছিল, হাতির দলে মোট ৯৫ থেকে ১০০টি হাতি রয়েছে। রবিবার বিকেলে এলাকায় প্রবেশ করে ২০টি হাতির আরও একটি দল। দুটি দল একসঙ্গে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতরের আধিকারিকরা দলটির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এর মাঝেই শীতের সকালে সুখবর। সোমবার ভোরে জাটিয়ার জঙ্গলে সন্তান প্রসব করেছে একটি মা হাতি।

Elephant Attack : খাবারের সন্ধানে মুদির দোকানে হাতির হানা, মাথায় হাত ব্যবসায়ীর
জঙ্গলে নতুন অতিথি আগমনের সঙ্গে সঙ্গে স্থানীয়দের জঙ্গল থেকে সরিয়ে দিয়েছে বন দফতরের আধিকারিকরা। সদ্যোজাত হস্তি শাবক ও তাঁর মাকে কোনওভাবে যেন উত্যক্ত না করা হয়, সেজন্য কড়া নজরদারি চালাচ্ছেন বন দফতরের আধিকারিকরা। বন দফতরের আধিকারিকদের পাশাপাশি নজরদারি চালানোর জন্য সিভিক পুলিশের একটি দলকেও জঙ্গলে মোতায়েন করা হয়েছে। মা হাতি ও তাঁর সন্তানকে কোনওভাবে উত্যক্ত করা হলে, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

Elephant Death : ট্র্যাকে হাতি এলেই সতর্কবার্তা দেবে সেন্সর, অঘটন এড়াতে ডুয়ার্সে নয়া প্রযুক্তি রেলের
খড়গপুর (Kharagpur) বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের DFO শিবানন্দ রাম বলেন, “শাবক জন্ম দেওয়ার পর এমনিতে মা হাতি সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আক্রমণাত্মক থাকে। সেই কারণে তাঁকে এখন উত্যক্ত করা হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে কড়া নজরদারি বন্দোবস্ত করা হয়েছে।” বন দফতর আধিকারিকরা জানিয়েছেন, বিশাল হাতির পাল থেকে কয়েকটি হাতিকে অন্যদিকে যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কারণে স্পেশাল ড্রাইভ চালানো হবে।
Viral Video: মাকে নিয়ে পিয়ানো শুনছে পুঁচকে হাতি! মিষ্টি ভিডিয়ো দেখে আবেগঘন নেটপাড়া
হাতির এক বড় পাল জঙ্গলে ঘুরে বেড়ানোয় স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এত বড় হাতির পাল জঙ্গলে ঘুরে বেড়ানোর ফলে আমরা আতঙ্কে রয়েছি। আগে হাতির আক্রমণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙুচরের পাশাপাশি ফসলও নষ্ট করেছে তারা।”

অন্যদিনে বুনো হাতির (Wild Elephant Attack) ভয়াবহ আক্রমণের ছবি সম্প্রতি জলপাইগুড়িতে (Jalpaiguri Elephant Attack) ধরা পড়েছে। খাবারের সন্ধানে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালসার আলিহোসেন পাড়া এলাকার একটি মুদিখানার দোকানে হামলা চালাল একটি বুনো হাতি। দোকানের দেওয়াল ভেঙে খাদ্যসামগ্রী খেয়েছে দাঁতালটি। সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে দোকানের মালিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *