বলিউডে (Bollywood) নতুন প্রজন্মের প্রতিভাবন অভিনেতাদের মধ্যে একজন শ্রীদেবী (Sridevi) কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কেরিয়ারের শুরু থেকেই একটু অন্য ধাঁচের, অন্য স্বাদের সিনেমা করে আসছেন তিনি। গ্ল্যামার নির্ভর নয়, চিত্রনাট্য বাছার সময়ে জাহ্নবী মন দেন রিচ কনটেন্টে। করণ জোহরের চ্যাট শো-তে মাস খানেক আগে এসে বলেছিলেন তিনি নাকি সিঙ্গল। তবে রবিবার রাতে পার্টি সেরে বেরোনোর সময়ে বাঁ হাতের কাছে আড়াল থাকে লাভ বাইট দেখতে পাওয়াতে জোর জল্পনায় বিনোদন জগত। ওয়াইল্ড লাভ লাইফে (Wild Love Life) কার সঙ্গে রয়েছেন জাহ্নবী? দেখুন সেই বিনোদনমুলক ভিডিয়ো (Entertainment Video)।