বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের। ডিউটি সেরে বাইকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে।
হাইলাইটস
- রাতের শহরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের।
- রাতে ডিউটি সেরে বাইকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী।
- ঘাতক লরির চালককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাতে ডিউটি শেষ করে, উর্দিতেই তিনি বাইকে ফিরছিলেন। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ আরজি কর রোডে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক লরির চালককে আটক করা হয়েছে। ওই এলাকায় দীর্ঘ দিনই ট্রাম চলাচল বন্ধ। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে-এমনটাই স্থানীয়দের বক্তব্য। অভিযোগ, বাইক চালকদের জন্য বিপজ্জনক অবস্থায় রয়েছে ট্রাম লাইনগুলি। কলকাতা পুলিশের এক অফিসারের কথায়, ‘বেলগাছিয়া ডিপো থেকে ফের ট্রাম চালু হওয়ার কথা রয়েছে। ফলে লাইন তুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।’ ওই এলাকা দিয়ে আগে ১, ২, ৩, ৪, ৫ এবং ৮ নম্বর রুটে বেলগাছিয়া থেকে ধর্মতলা, বিবাদী বাগের মধ্যে ট্রাম চলাচল করত।
কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘কোনও দুর্ঘটনা ঘটলে তখন ট্রাম লাইনের দোষ হয়। দেখা গিয়েছে, কলকাতা শহরে যেখানে ট্রাম চলে না, সেখানেই বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ