Kolkata Road Accident : ট্রাম লাইনে পড়ে কনস্টেবল, পিষে দিল বেপরোয়া লরি! – kolkata police constable died being hit by a reckless lorry at night


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 5 Dec 2022, 10:41 am

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের। ডিউটি সেরে বাইকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে।

 

Kolkata Accident
বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের

হাইলাইটস

  • রাতের শহরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের।
  • রাতে ডিউটি সেরে বাইকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী।
  • ঘাতক লরির চালককে আটক করা হয়েছে।
এই সময়: রাতের শহরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশের এক কনস্টেবলের। শনিবার রাতে ডিউটি সেরে বাইকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী। আরজি কর রোডে আচমকাই ট্রাম লাইনে বাইকের চাকা পিছলে পড়ে যান ওই পুলিশকর্মী। ওই সময়ে পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন নেপলিয়ন বালোয়ারি (৪৫) নামে ওই কনস্টেবল। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ডে কনস্টেবল পদে কর্মরত ছিলেন নেপলিয়ন। বাড়ি শিলিগুড়িতে হলেও, কর্মসূত্রে তিনি রাজারহাটে থাকতেন। তাঁর স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে।

Basanti Highway Accident : বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি! প্রাণ গেল ৩ যুবকের
পুলিশ সূত্রে খবর, রাতে ডিউটি শেষ করে, উর্দিতেই তিনি বাইকে ফিরছিলেন। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ আরজি কর রোডে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক লরির চালককে আটক করা হয়েছে। ওই এলাকায় দীর্ঘ দিনই ট্রাম চলাচল বন্ধ। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে-এমনটাই স্থানীয়দের বক্তব্য। অভিযোগ, বাইক চালকদের জন্য বিপজ্জনক অবস্থায় রয়েছে ট্রাম লাইনগুলি। কলকাতা পুলিশের এক অফিসারের কথায়, ‘বেলগাছিয়া ডিপো থেকে ফের ট্রাম চালু হওয়ার কথা রয়েছে। ফলে লাইন তুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।’ ওই এলাকা দিয়ে আগে ১, ২, ৩, ৪, ৫ এবং ৮ নম্বর রুটে বেলগাছিয়া থেকে ধর্মতলা, বিবাদী বাগের মধ্যে ট্রাম চলাচল করত।

Howrah Road Accident : হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘কোনও দুর্ঘটনা ঘটলে তখন ট্রাম লাইনের দোষ হয়। দেখা গিয়েছে, কলকাতা শহরে যেখানে ট্রাম চলে না, সেখানেই বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়।’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *