কাজ করেও নির্দিষ্ট সময়ের অনেক পড়ে মিলছে বেতন। আর তারই প্রতিবাদে মেদিনীপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। কাউন্সিলররা পুরসভায় পৌঁছলে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

হাইলাইটস
- কাজ করেও নির্দিষ্ট সনময় বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পুরসভার অস্থায়ী কর্মীদের
- সোমবার সকালে মেদিনীপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা
- কাউন্সিলরদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাঁদের
ঠিক কী হয়েছিল?
অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন নিয়ে বঞ্চনা করা হচ্ছিল তাঁদের। এই অভিযোগ তুলেই রবিবার সকাল থেকেই ধর্মঘটে সামিল হয়েছিলেন মেদিনীপুর পুরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীরা। এরপর সোমবার সকালে মেদিনীপুর পুরসভার কাউন্সিলররা পুরসভায় ঢুকতেই তাঁদের দেখে ক্ষোভে ফেটে পড়েন অস্থায়ী কর্মীরা। মেদিনীপুর পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের মাঝে একসময় ভেঙে পড়ে পুরসভার একটি গেট। কাউন্সিলররা দফায় দফায় বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনও সমাধান হয়নি। উলটে অস্থায়ী কর্মীদের অভিযোগ, এক তৃণমূল কাউন্সিলর তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করেন। আর তারপরই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। কাউন্সিলরদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী কর্মীরা। চিৎকার করে কাউন্সিলরদের ‘চোর’ বলে স্লোগানও দেন অস্থায়ী কর্মীরা।
অস্থায়ী কর্মীদের আশ্বাস পুরপ্রধানের
এরপর পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। আন্দোলনরত কর্মীদের দাবি, সরকার নির্ধারিত টাকা দেওয়া হচ্ছে না তাঁদের। বারবার পুরসভাকে বলেও মেলেনি কোনও সুরাহা। যদিও মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, “সমস্যা সমাধানে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেটে রাখা টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁদের। সোমবারই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।” এদিকে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে মেদিনীপুর পুর এলাকায় কার্যত বন্ধ সাফাইয়ের কাজ। পুরপ্রধানের আশ্বাসের পরও ক্ষোভে ফুঁসছেন অস্থায়ী কর্মীরা। ফলে পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এখন সেটাই দেখার বিষয়।
সম্প্রতি ময়লা ফেলার ভ্যাট নিয়ে সমস্যা দেখা দিয়েছিল এলাকায়। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলের সঙ্গে এলাকাবাসীরা। নোংরা ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা যায় মেদিনীপুর (Paschim Medinipur) শহরে। পুলিশের সামনেই এলাকাবাসীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
