Music Therapy : মনে জানলা খুলুন! তমলুকের কলেজে চালু মিউজিক থেরাপি – music therapy introduced a music college in tamluk


West Bengal Local News মিউজিক থেরাপির (Music Therapy) মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে চান ? এবার সেই পরিষেবা মিলতে চলেছে তমলুকেও। কলকাতার পাশাপাশি এবার জেলাতেও মিউজিক থেরাপির সুযোগ মিলতে চলেছে। তমলুকে একটি মিউজিক কলেজের উদ্যোগে চালু হতে চলেছে নতুন এই চিকিৎসা পদ্ধতি।

North Bengal Medical College : খোলনলচে বদলাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যালের, শীঘ্রই মিলবে সুপার স্পেশ্যালিটির পরিষেবা
বর্তমান সময়ে মিউজিক থেরাপি (Music Therapy) চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা থাকলেও পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে (Tamluk) এই প্রথম মিউজিক থেরাপির (Music Therapy) পথ চলা শুরু। তমলুকে একটি মিউজিক কলেজের উদ্যোগে চালু করা হয়েছে মিউজিক থেরাপি। যা মানুষের মনকে সুস্থ করে তুলবে মিউজিকের মাধ্যমে। পরিষেবার শুভ উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (মিউজিক ও ভোকাল) তুলতুলি কর। বর্তমান সময়ে বিভিন্ন কঠিন রোগ থেকে রুগীকে সুস্থ করার জন্য মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে। এতে সাফল্য মিলছে হাতেনাতে। তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ পরিষেবা বলে মনে করছেন অনেকেই।

India Cheapest Car: মাত্র ১০ হাজার টাকায় আস্ত গাড়ি! বাতিল জিনিস দিয়ে কামাল নদিয়ার শিল্পীর
অধ্যাপিকা তুলতুলি কর বলেন, “সুর ব্রহ্ম আমরা বলি। একটি রাগ বা সুর নির্দিষ্ট একটি আবেগের উপর নির্ভর করে তৈরি হয়। সেই সুর মন দিয়ে শুনলে মানুষের মধ্যেকার একটা চেতনা জাগ্রত হয়, মানুষ অনেকটা সুস্থ হয়ে ওঠে। এভাবেই মিউজিক থেরাপি হয়। সঙ্গীতের একটি দিক যেমন বিনোদন, ঠিক তেমনই সঙ্গীতের রোগ নিরাময় ক্ষমতাও রয়েছে। সেই চেষ্টাই করছি আমরা এখানে।” মিউজিক কলেজের তরফে বলা হয়েছে, কলকাতায় অনেক জায়গাতেই এই নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভবত আমরা প্রথম এই পরিষেবা চালু করলাম। আগামী দিনে প্রচুর সংখ্যক মানুষ এই থেরাপির সুবিধা নেবে বলে আমরা মনে করি।

Gene Therapy : বিরল রোগ সারাতে বিনামূল্যে ২২ কোটি টাকার ইঞ্জেকশন, সেরে উঠছে রায়হান
প্রসঙ্গত, মিউজিক থেরাপি হল এমন এক চিকিৎসাপদ্ধতি যেখানে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো করার জন্য গানের সাহায্য নেওয়া হয়। মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয়। এই সিরিজ তৈরি করে শব্দ। শরীর এই ভাইব্রেশন বা কম্পন গ্রহণ করার পরই আসতে থাকে বদল। তবে মিউজিক থেরাপি বলতে কেবল গান শোনা নয়, পাশাপাশি গান করা, বাদ্যযন্ত্র বাজানো, গান লেখা ইত্যাদি বিষয়গুলিও রয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজের ইচ্ছেমতো এগুলির মধ্যে থেকে কয়েকটি বিষয় রোগীর উপর প্রয়োগ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *