ONGC West Bengal : অশোকনগরের পর ২ মেদিনীপুর, রাজ্যে ফের খনিজ তেল ভাণ্ডারের হদিশ পেল ONGC – ongc found oil and natural gas traces in purba medinipur


Natural Resources: উত্তর ২৪ পরগণার অশোকনগরে (Ashoknagar) খনিজ সম্পদের হদিশ মিলেছিল। জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেরও সন্ধান পেয়েছিল ONGC (Oil And Natural Gas Corporation)। অশোকনগরকে যখন আশায় বুক বাঁধছে গোটা বাঙালি জাতি রাজ্যের জন্য আরও এক ইতিবাচক খবর। বিভিন্ন জেলাতে মজুত খনিজ সামগ্রীর সন্ধান চালাতে গিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন ONGC-র গবেষকরা। ONGC সূত্রে জানা গিয়েছে, রাজ্য আরও একটি জেলায় খনিজ তেল ভাণ্ডার থাকার ব্যাপারে নিশ্চিত এই কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভূপতিনগরে খনিজ তেল রয়েছে, এ ব্যাপারে কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞানীদের মনে কোনও সন্দেহ নেই। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের প্রাথমিকভাবে খনিজ তেলের সন্ধান মিলেছ। সেখানকার একটি অংশেও খনন চালাবে ONGC।

Ashoknagar News: অশোকনগরে ফের খনিজ তেলের সন্ধান পেল ONGC
সেরাজ্যে খনিজ তেল ছাড়াও অন্য কোন খনিজ সম্পদ রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন ONGC-র গবেষকরা। এর পাশাপাশি ভূপতিনগরে থাকা খনিজ তেলের পরিমাণ সম্পর্কেও আন্দাজ পাওয়ার চেষ্টা করেছে ONGC। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হবে। জানা গিয়েছে, যে এলাকায় খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে আরও একবার খনন করে দেখা হবে। ONGC-র দাবি সাফল্যের মুখ দেখলে তা নিঃসন্দেহে বাংলার জন্য বিরাট খুশির খবর। এই খনি থেকে তেল উত্তোলন চালু হলে অর্থনৈতিক ভাবেও রাজ্যের উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ONGC: খনিজ তেল বা গ্যাসের ভাণ্ডার কি নিঃশেষ?, প্রশ্ন অশোকনগরের বাসিন্দাদের
২০২০ সাল থেখে বাণিজ্যিকভাবে অশোকনগর বাইগাছিতে খনিজ তেল উত্তোলনের কাজ শুরু হয়েছিল। এরপর সেখানকার দৌলতরপুর থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। অশোকনগরে একের পর এক খনিজ ভাণ্ডারের হদিশ মেলায় সন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠক থেকে জেলা প্রশাসনকে সবরকমভাবে সহায়তা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ONGC সূত্রে জানা গিয়েছে, গঙ্গা সংলগ্ন এলাকা সন্ধান চালাতে গিয়ে, ভূপতিনগরে তেলের সন্ধান মেলে। সংশ্লিষ্ট এলাকা খনন করার জন্য স্থানীয় চাষিদের থেকে জমি লিজ নেওয়া হবে।

Coal Scam Case: ২৩ টন কয়লা সহ বীরভূমে আটক জামতারার যুবক
অশোকনগরে প্রথম বাইগাছিতে খনিজ ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়। সেখান থেকে তেল উত্তোলনের সময় দৌলতপুরের আরও খনিজ তেল ও প্রাকৃতিক ভাণ্ডারের খোঁজ মেলে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশ জুড়ে খনিজ ভাণ্ডারের সন্ধান চালাচ্ছে ONGC। এই জন্য আগামী তিন বছররের জন্য ৩১,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা রয়েছে। অশোকনগরের পর ভূপতিনগর থেকে যদি খনিজ তেল উত্তোলন শুরু হয়, তবে রাজ্যের অর্থনীতিতে ব্যাপক বদল আসার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *