Purba Medinipur News : রাতের অন্ধকারে তোলাবাজির অভিযোগ! পাঁশকুড়ায় জাতীয় সড়ক অবরোধ ফুল চাষিদের – national highway blocked by panskura flower farmers for extortion


West Bengal News পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় (Panskura) কাঁসাই নদীর (Kansai River) ধারে ফুল চাষের দেশ জোড়া খ্যাতি। ফুল ব্যবসার পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুল চাষের অবর্ণনীয় শোভা টানে পর্যটকদেরও। এবার পাঁশকুড়ার ফুল চাষিদের (Flower Cultivation) কাছ থেকে রাতের অন্ধকারে তোলাবাজি নেওয়ার অভিযোগ। প্রতিবাদে ৬ নং জাতীয় সড়ক অবরোধ ফুল চাষিদের। সোমবার ভোরে জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাহত যান চলাচল। পরে পাঁশকুড়া থানার (Panskura Police Station) পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Uttar 24 Pargana : পাঁশকুড়ার ঘটনা থেকে শিক্ষা, বাড়তি সতর্কতায় বাজি নিষ্ক্রিয় করল পুলিশ
স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে ফুল চাষিদের কাছ থেকে তোলাবাজি নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। বাধ্য হয়ে প্রতিবাদে নামলেন পাঁশকুড়া এলাকার পশ্চিম নেকড়া অঞ্চলের ফুল চাষিরা। সোমবার ভোরে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুলচাষিরা (Florist)। মেদিনীপুর সহ অন্যান্য জেলা থেকে আগত ফুল চাষিরা এই অবরোধে সামিল হয়। প্রায় আধঘন্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। খবর যায় পাঁশকুড়া থানায় (Panskura Police Station)। জাতীয় সড়কে অবরোধের জেরে বিশাল যানজট শুরু হয়। পরে পুলিশি মধ্যস্থতায় অবরোধ তুলে নেন ফুল চাষিরা।

Road Accident News Today : ট্রাকের চাকায় পিষ্ট সাইকেল আরোহী, ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
স্থানীয় এক চাষির কথায়, “আমাদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। ভয় দেখিয়ে তোলা আদায় করা হয়। এরকম অনেকের সঙ্গেই হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তা অবরোধ করছি।” গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উল্লেখ্য, ডিসেম্বর মাসে ফুলের মরশুম শুরু হয়। চাষিরা এই সময়ে ফুল চাষের কাজে ব্যস্ত থাকেন। এই সময়ে ফুলের ভালো চাষ হলে কিছুটা আর্থিক সংস্থানের আশায় থাকেন চাষিরা। তার মধ্যেই এই তোলাবাজির ঘটনায় অতিষ্ঠ স্থানীয় চাষিরা।

Howrah Road Accident : হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, এলাকায় যানজট
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পাঁশকুড়া ব্লকে ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে। বিশেষ করে শীতকালে পাঁশকুড়ার ফুল চাষ রমরমিয়ে হয় এই এলাকাগুলোতে। পাঁশকুড়ার রাস্তা দিয়ে দেখা যায় সারি সারি ফুলের ক্ষেতের মোহময়ী শোভা। ফুলের চাষের কারণে এই অঞ্চলে শীতকাল জুড়ে প্রচুর পর্যটকের ভিড় জমে এই এলাকায়। পাশাপাশি পাঁশকুড়ার ফুল চাষিদের ঘরে আসে কিছুটা আর্থিক স্বচ্ছলতা। পাঁশকুড়ার কাঁসাই নদীর দুই পাড়ে উর্বর মাটিতে পাঁশকুড়ার (Panskura) বিস্তীর্ণ এলাকায় ফুল চাষ করা হয়। এখনকার চাষিদের রোজগারের এটি একটি অন্যতম মাধ্যম হল ফুল চাষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *