কোচবিহার জেলার BJP যুব মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক এদিন উদয়ন গুহর (Udayan Guha) নাম করে বলেন, “আপনি যে সন্ত্রাস করছেন কোচবিহার জেলাজুড়ে, আমরা যদি পালটা সন্ত্রাস করি, তাহলে শুধু দিনহাটা নয়, জেলাজুড়ে আপনার বেরনোর জায়গা থাকবে না৷” এরপরই উদয়ন গুহকে সরাসরি দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ এখানেই থেমে না থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “পুলিশ প্রশাসনের কত ক্ষমতা আছে, আগামী দিনে উদয়ন গুহকে (Udayan Guha) বাঁচিয়ে দেখাক৷” যদিও তাঁর এই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) তিনি বলেন, “আগে সোজা হয়ে দাঁড়াক, তারপর দেখবে৷”
যদিও এদিন BJP যুব মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক দাবি করেন, সামনের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) নিজের বুথ জেতাতে পারবেন না উদয়ন গুহ৷ শুধু দিনহাটা নয়, সমগ্র কোচবিহার জুড়ে পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ফুটছে বলেও দাবি করেন তিনি৷ তিনি বলেন, “সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব৷ দিনহাটায় উদয়ন গুহর নেতৃত্বে যে সন্ত্রাস চলছে, তার মোক্ষম জবাব দেব৷” তিনি জোর গলায় দাবি করেন, “তৃণমূলের প্রতীক ঘাসফুলকে যদি ছাগল দিয়ে না খাওয়াতে পারি, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি করা ছেড়ে দেব৷”
এদিনের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “দিনহাটার আমবাড়িতে প্রকাশ্য দিবালোকে BJP কর্মীদের বাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, তার প্রতিবাদ জানাতেই আমরা তুফানগঞ্জের জাতীয় সড়কে অবরোধ এবং বাইক মিছিল করলাম৷” আধঘণ্টা অবরোধ চলার পর পুলিশ আশ্বাস দেওয়ায় তাঁরা অবরোধ তুলে নেন বলেও জানান কোচবিহার জেলার BJP যুব মোর্চার সহ সভাপতি৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) প্রাক্কালে যুযুধান দুই শিবিরও একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণ করে চলেছে৷ শাসক-বিরোধীদের তরজায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের মাটি৷