Udayan Guha : ‘আগে সোজা হয়ে দাঁড়াক…’, BJP-র হুমকি নিয়ে পালটা উদয়নের – north bengal development minister udayan guha comments against bjp statement


West Bengal Local News এবার সরাসরি উদয়ন গুহকে (Udayan Guha) দেখে নেওয়ার হুমকি দিল BJP৷ সঙ্গে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ল, ক্ষমতা থাকলে, উদয়ন গুহকে বাঁচিয়ে দেখাক৷ দিনহাটার আমবাড়িতে দলীয় কর্মীর বাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তুফানগঞ্জ (Tufanganj) শহর সংলগ্ন থানা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান BJP-র দলীয় কর্মী সমর্থকরা। সেখানেই এহেন মন্তব্য করতে শোনা যায় কোচবিহার (Cooch Behar) জেলার BJP যুব মোর্চার সহ সভাপতিকে (Yuva Morchar Vice President)৷

Udayan Guha: মন্ত্রীর ‘গরমাগরম’ বক্তব্য হুবহু নকল, ভিডিয়ো দেখে কুটোপাটি উদয়নের
কোচবিহার জেলার BJP যুব মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক এদিন উদয়ন গুহর (Udayan Guha) নাম করে বলেন, “আপনি যে সন্ত্রাস করছেন কোচবিহার জেলাজুড়ে, আমরা যদি পালটা সন্ত্রাস করি, তাহলে শুধু দিনহাটা নয়, জেলাজুড়ে আপনার বেরনোর জায়গা থাকবে না৷” এরপরই উদয়ন গুহকে সরাসরি দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ এখানেই থেমে না থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “পুলিশ প্রশাসনের কত ক্ষমতা আছে, আগামী দিনে উদয়ন গুহকে (Udayan Guha) বাঁচিয়ে দেখাক৷” যদিও তাঁর এই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে নারাজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) তিনি বলেন, “আগে সোজা হয়ে দাঁড়াক, তারপর দেখবে৷”

Rabindranath Ghosh : ‘দেশ রক্ষার দায়িত্ব এক অপরাধীকে দেওয়া হয়েছে’, নিশীথকে বেনজির আক্রমণ রবীন্দ্রনাথের
যদিও এদিন BJP যুব মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক দাবি করেন, সামনের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) নিজের বুথ জেতাতে পারবেন না উদয়ন গুহ৷ শুধু দিনহাটা নয়, সমগ্র কোচবিহার জুড়ে পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ফুটছে বলেও দাবি করেন তিনি৷ তিনি বলেন, “সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব৷ দিনহাটায় উদয়ন গুহর নেতৃত্বে যে সন্ত্রাস চলছে, তার মোক্ষম জবাব দেব৷” তিনি জোর গলায় দাবি করেন, “তৃণমূলের প্রতীক ঘাসফুলকে যদি ছাগল দিয়ে না খাওয়াতে পারি, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি করা ছেড়ে দেব৷”

TMC vs BJP : দিনহাটায় BJP নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা, অভিযোগের তির TMC-র দিকে
এদিনের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “দিনহাটার আমবাড়িতে প্রকাশ্য দিবালোকে BJP কর্মীদের বাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, তার প্রতিবাদ জানাতেই আমরা তুফানগঞ্জের জাতীয় সড়কে অবরোধ এবং বাইক মিছিল করলাম৷” আধঘণ্টা অবরোধ চলার পর পুলিশ আশ্বাস দেওয়ায় তাঁরা অবরোধ তুলে নেন বলেও জানান কোচবিহার জেলার BJP যুব মোর্চার সহ সভাপতি৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) প্রাক্কালে যুযুধান দুই শিবিরও একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণ করে চলেছে৷ শাসক-বিরোধীদের তরজায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের মাটি৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *