কোন জেলায় কেমন তাপমাত্রা?
আসানসোল- ১০.৬ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১২.৮ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১২.৩ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং- ৮ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ১১.৭ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৭ ডিগ্রি সেলসিয়াস
শীতের পথে কাঁটা হবে নিম্নচাপ (Winter Update)?
এদিকে, ফের একবার ঘূর্ণবর্তের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। IMD জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের সংযোগস্থলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সোমবারই। যা ক্রমশই গতি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। সেটি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৭ ডিসেম্বর বঙ্গোপসাগরে এটি জোরাল নিম্নচাপের রূপ নেবে। এর জেরে ডিসেম্বরের শীতের মরশুমেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ঠান্ডার পথে কাঁটা হতে চলেছে বৃষ্টি। আগামী ৭ তারিখ থেকে এই নিম্নচাপের জেরে ঝেঁপে বৃষ্টির আশঙ্কা। যদিও এ রাজ্যে এই নিম্নচাপের প্রভাব পড়বে না বললেই চলে। IMD জানাচ্ছে আগামী ৭ ডিসেম্বর থেকে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশে। ৮ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারত জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার সন্ধ্যা থেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে।