‘ড্যাডি’ তিতে-র নাচে মজেছে নেইমারদের ব্রাজিল, তীব্র কটাক্ষ করলেন রয় কিন


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেকটি গোল, মাঠের কোনায় গিয়ে গোল হয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের নাচ—ভিনিসিয়ুস জুনিয়র (Vinicius Junior), নেইমার (Neymar), রিচার্লিসন (Richarlison), পাকুয়েতাদের (Lucas Paqueta) এই গোল উদ্‌যাপন বেশ নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। রিচার্লিসন তো আরও এক ধাপ এগিয়ে ছিলেন। দলের তৃতীয় গোলটি করেছিলেন ব্রাজিলের (Brazil) এই স্ট্রাইকার। রোনাল্ডো নাজারিওকে (Ronaldo Nazario) মনে করিয়ে দেওয়া অসাধারণ সেই গোলের পর নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে নাচের পালা শেষ করে ডাগআউটে চলে যান রিচার্লিসন। সেখানে আবার তিনি নেচেছিলেন কোচ তিতের (Tite) সঙ্গে। তবে ‘ড্যাডি’ তিতের এই নাচ একেবারেই ভালোভাবে দেখছেন না আয়ারল্যান্ডের (Ireland) প্রাক্তন ফুটবলার রয় কিন (Roy Keane)। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ৪-১ গোলে জেতা সেলেকাওদের এমন গোলের সেলিব্রেশন একেবারেই মেনে নিতে পারছেন না। 

ম্যাচে শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ফুটবলারদের কাছে ‘ড্যাডি’ তিতে। সেখানে নেইমার-রিচার্লিসনদের নাচের কারণ জানতে চাওয়া হয়েছিল। ৬১ বছরের তিতে একটু লজ্জা পেয়ে বললেন, ‘আসলে ওরা তরুণ। আমি সবসময় ওদের ভাষার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। ওদের আলাদা একটি ভাষা আছে। সেই ভাষা হচ্ছে নাচ।’ এরপর তিনি ফের বলেন, ‘আমি রিচার্লিসনকে জিজ্ঞাসা করেছিলাম, এটা কী নাচ? তুমি যদি নাচ, তাহলে আমিও নাচব। অনেকেই রয়েছেন যাঁরা বলবেন এটা অসম্মানজনক। ক্যামেরা সর্বত্র রয়েছে। এটা ভুল বার্তা বহন করুক, সেটা আমি চাই না।’ 

আরও পড়ুন: Richarlison and Ronaldo Nazario, FIFA World Cup 2022: ব্রাজিলের দুই ‘নাম্বার নাইন’-এর ‘পায়রা নাচ’! রিচার্লিসন থেকে কতটা শিখলেন রোনাল্ডো?

আরও পড়ুন: Pele, FIFA World Cup 2022: ম্যাচের আগে পেলের বার্তা, কোয়ার্টার ফাইনালে উঠে কিংবদন্তির আরোগ্যকামনা করল তিতে-নেইমারদের ব্রাজিল

যদিও রয় কিনের মতো প্রাক্তন ফুটবলার, ব্রাজিল দলের এই নাচকে মেনে নিতে পারছেন না। তাই তিতে-র দলকে কটাক্ষ করে তাঁর বার্তা, ‘এমন নাচ একেবারেই মেনে নিতে পারছি না। সোজা কথায় বিপক্ষকে গোল দিয়ে এমন সেলিব্রেশন একদম পছন্দ করি না। কারণ আমার মতে, এতে প্রতিপক্ষকে অসম্মান করা হয়। দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়ে ওরা গোটা দুনিয়ার সামনে বেমালুম নেচে গেল! আমার মনে হয় এটা একেবারেই ঠিক নয়।’ 

যদিও রাফিনহা জানিয়েছেন এর পরেও গোল করে তাঁরা নাচবেন। তিনি বলেছেন, ‘গোল করে আনন্দ প্রকাশ করার জন্যই আমরা নাচি। কাউকে অসম্মান করার জন্য আমরা নাচছি না। প্রতিপক্ষের সামনে গিয়ে তো আর আমরা নাচতে যাচ্ছি না। আমরা সবাই এক হয়ে গোল উদযাপন করি। এটা আমাদের মুহূর্ত। গোটা ব্রাজিল উদযাপন করছে। কেউ যদি পছন্দ না করে তাহলে আমাদের কিছু করার নেই। পরের ম্যাচগুলোয় গোল করে একই রকম ভাবে নাচব।’ 

এবার কোয়ার্টার ফাইনালে নেইমারদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের (Luka Modric) ক্রোয়েশিয়া (Croatia)। ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। একেক গোলের পর একেক ধরণের নাচ। এই রকম দশ রকমের নাচ নিয়ে নাকি সেলেকাওরা তৈরি হয়ে এসেছে। আমরা সাম্বা দেখেছি। কাতারে কার্নিভাল ব্রাজিল কোন পর্যায়ে নিয়ে যান সেটা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *