রিয়ালিটি শো-তে বেলি ডান্সে করে সবার মন জয় করে নিল নিউ ব্যারাকপুরে অনুব্রত সরখেল। সোশাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই এই খুদের ডান্স এখন বেশ জনপ্রিয়। প্রথাগত তালিম ছাড়াই এই নাচের স্টেপ রপ্ত করেছে সে।
হাইলাইটস
- বেলি ডান্সে করে সবার মন জয় করে নিয়েছে নিউ ব্যারাকপুরে অনুব্রত সরখেল
- এই নাচ শেখার জন্য প্রথাগত কোনও তালিম নেয়নি অনুব্রত
- নোরা ফতেহির নাচ দেখেই বেলি ডান্স রপ্ত করেছে নিউ ব্যারাকপুরের এই খুদে
ছেলেবেলা থেকেই নাচের প্রতি অনুব্রতর ঝোঁক ছিল খুবই বেশি। সেটা লক্ষ্য করেই তার অভিভাবকরা নাচের স্কুলে তাকে ভর্তি করে দিয়েছিল। ওয়েষ্টার্ন কনটেম্পোরারি ও ইন্ডিয়ান ক্রিয়েটিভ ডান্সের তালিম নিত সে। অনলাইনে পাঠানো অডিশনে তার বেলি ডান্স দেখেই এই শো এর জন্য তাকে বেছে নেন বিচারকরা। এরপর এই রিয়ালিটি শো এর কোরিওগ্রাফারদের তত্ত্বাবধানে এগিয়ে চলেছে সে। আর তামাম দর্শকের পাশাপাশি শো এর তিন ক্যাপ্টেন দীপান্বিতা, অভিষেক ও তৃণা এবং বিচারক দেব, রুক্মিণী মৈত্র আর মনামী ঘোষের প্রশংসাও আদায় করে নিচ্ছে ছোট্ট অনুব্রত।
এদেশে বেলি ডান্স খুব একটা পরিচিত নয়। এমনকী, বেলি ডান্স হলেও পুরুষদের মধ্যে এই নাচ তেমন একটা দেখতে পাওয়া যায় না। যতটুকু হয় তার বেশিরভাগটাই সাধারণত মহিলারাই পারফর্ম করেন। আর এই নাচই মুদ্ধ করেছিল অনুব্রতকে। ছোট্ট বয়সেই কঠিন এই ডান্স অনায়াসেই পারফর্ম করে সে। তাও আবার কোনও প্রথাগত তালিম ছাড়াই। এই ডান্সের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনুব্রত। সোশাল মিডিয়াতেও অনুব্রত সরখেল ও তার নাচ নিয়ে জোর চর্চা চলছে ইতিমধ্যেই। অনুব্রতর বাবা-মা এর ইচ্ছা অনুব্রত নাচ নিয়েই এগিয়ে যাক আগামী দিনে। এ প্রসঙ্গে তার বাবা বলেন, “আমার অনুব্রতর থেকে অনেক আশা রয়েছে। আমি চাই যে সে নাচ নিয়েই আগামী দিনে এগিয়ে যাক। আরও ভালো করুক। অনেক নাম করুক ও।” আর তার জন্য সব সময় তাঁরা অনুব্রতর পাশে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ