Bengal Safari Park : বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু অস্ট্রেলিয়ান ক্যাঙারুর, কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা – australian kangaroo alexa died in bengal safari park at siliguri


বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হল অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার। সোমবার রাতে তার মৃত্যু হয়। বিষক্রিয়া না অন্য কোনও কারণে ক্যাঙারুর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সাফারি পার্কের তরফে জানানো হয়েছে।

 

Bengal Safari.

হাইলাইটস

  • বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হল অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার
  • সোমবার রাতে ওই ক্যাঙারুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে
  • কী ভাবে ওই ক্যাঙারুর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে
West Bengal Local News : বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) মৃত্যু অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার (Kangaroo Alexa)। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে অ্যালেক্সা নামে ওই কাঙারুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। কয়েক মাস আগে শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় বেশ কয়েকটি ক্যাঙারু উদ্ধার করেছিল বন দফতর (Forest Department)। এরপর দুটি ক্যাঙারুকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Siliguri Bengal Safari Park) রাখা হয়। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য সেখানেই তাদের রাখা হয়েছিল। দুই ক্যাঙারুর (Kangaroo) নাম রাখা হয়েছিল অ্যালেক্সা ও জেভিয়ার। সোমবার রাতে অ্যালেক্সা নামে এই ক্যাঙারুর মৃত্যুর খবর পাওয়া যায়। যদিও অ্যালেক্সার কী কারণে মৃত্যু হয়েছিল তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে বলে জানানো হয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে। 1 Rupee Biryani: মাত্র এক টাকায় চিকেন বিরিয়ানি! বাম্পার অফার শিলিগুড়িতে
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল অ্যালেক্সা। ক্যাঙারুটি বিষাক্ত কিছু খেয়েছিল নাকি আবহাওয়ার সঙ্গে খাপ না খাওয়াতে পেরে মারা গিয়েছে তা খোঁজ করছে বন দফতর। যদিও অপর এক ক্যাঙারু জেভিয়ার সুস্থ রয়েছে বলে পার্ক সূত্রে খবর। তবে কড়া পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যেই রাখা হয়েছে জেভিয়ারকে। মঙ্গলবার থেকে ক্যাঙারুর এনক্লোজারের সামনে যেতে দেওয়া হচ্ছে না দর্শকদের। তিন পশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের উপস্থিতিতে ক্যাঙারুর ময়নাতদন্ত হবে বেঙ্গল সাফারি পার্কে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে। West Bengal Tourism : শীত পড়তেই হাজির পরিযায়ী পাখির দল, উত্তরবঙ্গে ভিড় বাড়ছে পর্যটকদের
জেভিয়ারকেও আপাতত দর্শকদের থেকে দূরে রাখা হচ্ছে। এদিন পার্কের ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা বলেন, “অ্যালেক্সার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত করা হবে। বেঙ্গল সাফারি পার্কে আসার পর ক্যাঙারু দুটি কড়া নজরদারিতে রাখা হলেও গাফিলতি থাকতে পারে।” কিছুদিন আগে বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তিনি নিজেও ক্যাঙারু দুটিকে দেখেছিলেন। একটি ক্যাঙারুর মৃত্যুর পর তিনিও বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। কী কারণে ক্যাঙারুর মৃত্যু হল তা নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন। Kanchenjunga Stadium : নতুন রূপে সেজে উঠবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শুরু সংস্কারের কাজ
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ক্যাঙারু মৃত্যুতে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের গাফিলতি কি না তিনি জানেন না ৷ তবে ক্যাঙারুটির কী ভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে ৷” রাজ্যের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, “আমি সকালে খবর পাই যে অ্যালেক্সা নামে একটি ক্যাঙারুর মৃত্যু হয়েছে। কী করে ক্যাঙারুর মৃত্যু হল তা আমি খতিয়ে দেখতে যাব।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *