বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হল অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার। সোমবার রাতে তার মৃত্যু হয়। বিষক্রিয়া না অন্য কোনও কারণে ক্যাঙারুর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সাফারি পার্কের তরফে জানানো হয়েছে।

হাইলাইটস
- বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হল অস্ট্রেলিয়ান ক্যাঙারু অ্যালেক্সার
- সোমবার রাতে ওই ক্যাঙারুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে
- কী ভাবে ওই ক্যাঙারুর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল অ্যালেক্সা। ক্যাঙারুটি বিষাক্ত কিছু খেয়েছিল নাকি আবহাওয়ার সঙ্গে খাপ না খাওয়াতে পেরে মারা গিয়েছে তা খোঁজ করছে বন দফতর। যদিও অপর এক ক্যাঙারু জেভিয়ার সুস্থ রয়েছে বলে পার্ক সূত্রে খবর। তবে কড়া পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যেই রাখা হয়েছে জেভিয়ারকে। মঙ্গলবার থেকে ক্যাঙারুর এনক্লোজারের সামনে যেতে দেওয়া হচ্ছে না দর্শকদের। তিন পশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের উপস্থিতিতে ক্যাঙারুর ময়নাতদন্ত হবে বেঙ্গল সাফারি পার্কে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে।
জেভিয়ারকেও আপাতত দর্শকদের থেকে দূরে রাখা হচ্ছে। এদিন পার্কের ডিরেক্টর দাওয়া সাংমু শেরপা বলেন, “অ্যালেক্সার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত করা হবে। বেঙ্গল সাফারি পার্কে আসার পর ক্যাঙারু দুটি কড়া নজরদারিতে রাখা হলেও গাফিলতি থাকতে পারে।” কিছুদিন আগে বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তিনি নিজেও ক্যাঙারু দুটিকে দেখেছিলেন। একটি ক্যাঙারুর মৃত্যুর পর তিনিও বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। কী কারণে ক্যাঙারুর মৃত্যু হল তা নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ক্যাঙারু মৃত্যুতে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের গাফিলতি কি না তিনি জানেন না ৷ তবে ক্যাঙারুটির কী ভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে ৷” রাজ্যের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর বলেন, “আমি সকালে খবর পাই যে অ্যালেক্সা নামে একটি ক্যাঙারুর মৃত্যু হয়েছে। কী করে ক্যাঙারুর মৃত্যু হল তা আমি খতিয়ে দেখতে যাব।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ