BJP Leader Arrested : গাঁজা পাচারের অভিযোগ, ডোমজুড়ের BJP নেতাকে গ্রেফতার করল পুলিশ – bjp leader arrested by kolkata police for smuggling marijuana


Kolkata Police: গুরুতর অভিযোগে কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হাওড়া BJP নেতা। জানা গিয়েছে, ডোমজুড়ের (Domjur) BJP-র মণ্ডলের প্রাক্তন সহসভাপতি অষ্ট নস্করকে (৪৭) গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে BJP নেতাকে তাঁর চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। কলকাতা পুলিশের গোয়েন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার মাদক ব্যবসায়ীদের গাঁজা পাচারের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন এই BJP নেতা।

Aftab Poonawalla Narco Test : গাঁজা খেয়ে শ্রদ্ধার কাটা মুন্ডু পুকুরে ফেলে আফতাব! নারকো টেস্টেই রহস্য উদঘাটন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিজেপি নেতা জগদীশপুর এলাকার বাইগাছিতে দীর্ঘদিন থাকতেন। মাদক ব্যবসার পাশাপাশি জমির দালালির সঙ্গেও তিনি জড়িত ছিলেন। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রফিন নামের এক গাঁজার ডিলারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করে এই BJP নেতার সন্ধান মেলে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা গাঁজা পাচারের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন।

Germany Cannabis Legalization : জন প্রতি তিনটি গাঁজা গাছের অনুমতি, সরকারি সিদ্ধান্তে জার্মান ‘নেশারু’-দের ‘আচ্ছে দিন’
জানা গিয়েছে, এই নেতাকে গ্রেফতারি পর তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। আদলত তাঁকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Janardan Mishra : ‘প্রয়োজনে মদ-গাঁজা খান’, জলের গুরুত্ব বোঝাতে আজব যুক্তি BJP সাংসদের
সম্প্রতি কলকাতার বুকে অ্যাম্বলেন্সে করে গাঁজা পাচারে ছক বানচাল করে পুলিশ। অদ্ভূত কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করা হয়েছিল। গাঁজা পাচারের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে নাকে নল লাগিয়ে শুয়ে ছিল একজন। হেস্টিংস মোড়ে গাড়ি আসতে কলকাতা পুলিশের আধিকারিকরা অ্যাম্বুলেন্সটি আটকান।

অ্যাম্বলেন্স থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ভোলনাথ সিং নামে মেদিনীপুরে এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে মেদিনীপুর থেকে কলকাতাতেই গাঁজা পাচার ছিল ছক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধরা না পড়ার জন্যই মেদিনীপুর থেকে ৪ হাজার টাকার বিনিময়ে ওই অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। নাকে নল লাগিয়ে রোগীর বেশে শুয়ে থাকা ওড়িশার বাসিন্দা অলোক কুমার সাহুকেও গ্রেফতার করে পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… হাওড়ার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *