স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিজেপি নেতা জগদীশপুর এলাকার বাইগাছিতে দীর্ঘদিন থাকতেন। মাদক ব্যবসার পাশাপাশি জমির দালালির সঙ্গেও তিনি জড়িত ছিলেন। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রফিন নামের এক গাঁজার ডিলারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করে এই BJP নেতার সন্ধান মেলে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা গাঁজা পাচারের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন।
জানা গিয়েছে, এই নেতাকে গ্রেফতারি পর তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। আদলত তাঁকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি কলকাতার বুকে অ্যাম্বলেন্সে করে গাঁজা পাচারে ছক বানচাল করে পুলিশ। অদ্ভূত কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করা হয়েছিল। গাঁজা পাচারের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে নাকে নল লাগিয়ে শুয়ে ছিল একজন। হেস্টিংস মোড়ে গাড়ি আসতে কলকাতা পুলিশের আধিকারিকরা অ্যাম্বুলেন্সটি আটকান।
অ্যাম্বলেন্স থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ভোলনাথ সিং নামে মেদিনীপুরে এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে মেদিনীপুর থেকে কলকাতাতেই গাঁজা পাচার ছিল ছক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধরা না পড়ার জন্যই মেদিনীপুর থেকে ৪ হাজার টাকার বিনিময়ে ওই অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। নাকে নল লাগিয়ে রোগীর বেশে শুয়ে থাকা ওড়িশার বাসিন্দা অলোক কুমার সাহুকেও গ্রেফতার করে পুলিশ।
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… হাওড়ার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।