কলকাতার ১৫টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে মৃত ভোটারের চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সিপিএম ২৬ হাজার ৭৭৩ জন মৃত ভোটারের তালিকা সামনে নিয়ে এসেছে।

হাইলাইটস
- কলকাতার 15 টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকায় সব মিলিয়ে 26 হাজার 773 জন মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ করল সিপিএম।
- সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে এই তালিকা পেশ করেছে।
- ভুয়ো ভোটারের নাম বাতিল করার ব্যাপারে রাজনৈতিক চাপ তৈরি করতেই সিপিএমের এই উদ্যোগ।
সিপিএমের পক্ষ থেকে বিধানসভা কেন্দ্র ধরে ধরে মৃত ভোটারের তালিকা পেশ করা হয়েছে। দেখা গিয়েছে, সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছেন বেলেঘাটা কেন্দ্রে। সেখানে এই সংখ্যাটা ৪ হাজার ২০৮। তালিকা অনুযায়ী এর পরেই রয়েছে কসবা বিধানসভা কেন্দ্র, সেখানে এই সংখ্যা ৩ হাজার ২৮৯ জন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, এর বাইরেও যাদবপুর, বেহালা পশ্চিম, শ্যামপুকুর, মনিকতলায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ভুয়ো ভোটারের নাম বাতিল করার ব্যাপারে রাজনৈতিক চাপ তৈরি করতেই সিপিএমের এই উদ্যোগ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে বলা হয়েছে, সিপিএমের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যেহেতু চলছে, তাই এখনই এ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। যদি নিয়মমাফিক ফর্ম পূরণ করে অভিযোগ করা হয়ে থাকে, তা হলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নির্বাচন কমিশন সূত্রের দাবি, গত এক বছর ধরে রাজ্যে ভোটার তালিকা থেকে ২ লক্ষ ৭৯ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ