Darjeeling : ‘দলবদলু’ কাউন্সিলরদের পদ বাতিলের দাবিতে SDO-র শরণাপন্ন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান – darjeeling municipality commissioner goes to sdo for disqualification of four councillors who left hamro party


West Bengal Local News ‘দলবদলু’ কাউন্সিলরদের পদ বাতিলের দাবিতে এবার মহকুমা শাসকের দ্বারস্থ হামরো পার্টি (Hamro Party)। দিন দশেক আগেই পাহাড়ের নবোদয় হামরো পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলররা প্রতিদ্বন্দ্বী BGPM পার্টিতে যোগ দেয়। সে কারণে তাঁদের কাউন্সিলর পদ বাতিলের দাবিতে মাঠে নামল অজয় এডওয়ার্ডের দল।

Jhalda Municipality : ফের ঘুরল খেলা! নির্দল শিলাকেই ঝালদা পুরসভার চেয়ারপার্সন করল কংগ্রেস
মঙ্গলবার দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality) চেয়ারম্যান রীতেশ পোরেল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। চারজন কাউন্সিলরের পদ বাতিলের দাবিতে সরব হন তাঁরা। এমনকি কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কিত বিষয় নিয়ে একটি চিঠিও দেওয়া হয় SDO-র কাছে। তবে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ সদ্য BJPM-এ যোগ দেওয়া কাউন্সিলররা। এ বিষয়ে বিষ্ণু মাল্লা জানান, হামরো পার্টি (Hamro Party) সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না পুরসভায়। সেখানে আমরা যদি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারি তাহলে আমরা বিরোধী আসনে থাকব। বিষয়টি নিয়ে BGPM পার্টির সাধারণ সম্পাদক অমর লামা বলেন, “হামরো পার্টি কোনও রেজিস্টার্ড পার্টি নয়। তাঁদের কাউন্সিলররা আসলে নির্দল প্রার্থী। তাঁরা যে কোনও দলে যোগদান করতে পারেন। যেরকম আমাদের দলে করেছেন। যে আইনজীবী এই অভিযোগ দাখিল করেছেন, তিনি বিষয়টি সঠিক জানেন না।”

Midnapore Municipality : মিলছে না বেতন, মেদিনীপুরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভে ভাঙল পুরসভার গেট
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর কার্শিয়াঙে হামরো পার্টির পাঁচ কাউন্সিলর যোগ দেন BGPM দলে। তার জেরে শতাব্দী প্রাচীন দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality) সংখ্যাগরিষ্ঠতা হারায় ‘গ্লেনারিজ’ কর্তা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। এদিকে দুই তৃণমূল কাউন্সিলরও BGPM-কে বাইরে থেকে সমর্থন দেওয়ার ঘোষণায় অনীতদের ওই পুরসভায় বোর্ড গঠন কার্যত সময়ের অপেক্ষা। ২ নম্বর ওয়ার্ডের দেপেন টাকুরি, ১৯ নম্বর ওয়ার্ডের সিতম লামা, ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণু মাল্লা, ৪ নম্বর ওয়ার্ডের রাজেশ প্রধান এবং ১৩ নম্বর ওয়ার্ডের শরন ছেত্রী এই পাঁচজন হামরো পার্টির নির্বাচিত প্রতিনিধি অনীত থাপার দলে যোগ দিয়েছেন। যে কারণে হামরো পার্টির (Hamro Party) হাতে সংখ্যা হয় ১৩।

Paschim Medinipur : আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, উত্তেজনা মেদিনীপুরে
উল্লেখ্য, ২৪ নম্বর ওয়ার্ডের অমর লামা GTA নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করেন। সেই থেকে ওয়ার্ডটি কাউন্সিলর শূন্যই রয়েছে। উল্লেখ্য, দার্জিলিং পুরসভায় মোট আসন সংখ্যা ৩২। গত পুরসভা ভোটের ফলাফল অনুযায়ী এর মধ্যে হামরো পার্টির দখলে ছিল ১৮ টি আসন। BGPM-এর ৯টি আসন, তৃণমূল কংগ্রেসের ২টি এবং বাকি ৩টি আসন ছিল গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) দখলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *