Darjeeling Tourism : দার্জিলিং ট্যুরে বড় চমক, এবার আকাশপথে ঘুরতে পারবেন পাহাড়ে – darjeeling helicopter service trial run started from mirik


West Bengal Local News পাহাড়ের মুকুটে নয়া পালক৷ ৩১ বছর পর মিরিকে (Mirik) ফের হেলিকপ্টার অবতরণ করল৷ এবার পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে পারবেন পর্যটকরা! এতদিন টয়ট্রেন (Toy Train) ছিল পাহাড়ের অন্যতম আকর্ষণ৷ এবার সেই তালিকায় সংযোজিত হতে পারে হেলিকপ্টার (Helicopter)! বাংলার পর্যটনকে ঢেলে সাজাতে রাজ্যের পরিবহণ দফতরের (Transport Department) তরফে এহেন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর৷

Elephant Death : ট্র্যাকে হাতি এলেই সতর্কবার্তা দেবে সেন্সর, অঘটন এড়াতে ডুয়ার্সে নয়া প্রযুক্তি রেলের
সেই উদ্দেশ্যে মঙ্গলবার কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের তরফে মিরিকে একটি হেলিকপ্টার অবতরণ করে৷ মিরিকে (Mirik) হেলিপ্যাড বানানো সম্ভব কিনা, তা দেখতেই এদিনের এই ট্রায়াল করা বলে জানা গিয়েছে৷ ছবির মতো সুন্দর পর্যটন কেন্দ্র (Tourist Spot) মিরিক ভ্রমণপিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে আগেই৷ একদিকে বাগান আর অন্যদিকে পাইনের জঙ্গলে ঘেরা সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ৷ লেকের ধারে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) দর্শন এক অভূতপূর্ব অনুভূতি পর্যটকদের কাছে৷ তবে এই সৌন্দর্য যদি হেলিকপ্টার (Helicopter) থেকে উপভোগ করা যায়, তাহলে এই অপরূপ দৃশ্য যে আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য৷ হেলিকপ্টার (Helicopter) থেকে নিজের রূপের ডালি সাজিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়কে আরও চমৎকার লাগবে৷ ৩১ বছরের ব্যবধানে মিরিকে হেলিকপ্টার অবতরণ করা হয়েছে পর্যটন প্রচারের জন্য। কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউট এবং রাজ্য পরিবহণ দফতরের (State Transport Department) যৌথ উদ্যোগে এটি করা সম্ভব হয়েছে৷

West Bengal Tourism : সুখবর, সামাজিক অনুষ্ঠানের জন্য এবার থেকে ভাড়া নেওয়া যাবে তিস্তা উদ্যান
উল্লেখ্য, ১৯৯১ সালে ভারতের রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন (Ramaswamy Venkataraman) মিরিক সফরে যাওয়ার সময় হেলিকপ্টারে এখানে অবতরণ করেছিলেন। এর পর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর৷ দীর্ঘ বছর পার করে আজ ফের মিরিকে হেলিকপ্টার অবতরণ করল৷ শিলিগুড়ি বিমানবন্দর (Siliguri Airport) থেকে এদিন হেলিকপ্টারটি যাত্রা শুরু করে৷ প্রায় ৯.৪৫ মিনিটে হেলিকপ্টারটি মিরিকে অবতরণ করে৷

এদিন সফলভাবে হেলিকপ্টার অবতরণ করা সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে৷ আরও জানা গিয়েছে, আগামী দিনে পরিবহণ দফতরের (Transport Department) তরফে মিরিকে হেলিকপ্টার অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে পর্যটকদের কথা ভেবে৷ কারণ পর্যটকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ে আসেন৷ এঁদের অনেকেই দার্জিলিং (Darjeeling ) পাহাড়ে উড়তে চান৷ কিন্তু সেই ব্যবস্থা না থাকায় তাঁরা সড়কপথে আসেন। তবে আগামী দিনে পর্যটকরাও আকাশের মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলেই আশাবাদী পরিবহণ দফতর (State Transport Department) ।

Kanchenjunga : শীতের শুরুতেই খিলখিলিয়ে হাসছে পাহাড়, দার্জিলিঙে পর্যটকদের বাড়তি পাওনা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা
মিরিকের মহাকুমা শাসক সুদীপ্ত দেবনাথ বলেন, “কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের তরফে এটা ট্রায়াল রান ছিল৷ রাজ্য সরকারের পরিবহণ দফতরের (State Transport Department) তরফে এই উদ্যোগ নেওয়া হয়৷ আজ হেলিকপ্টার বাগডোগরা থেকে মিরিক আসে৷ এরপর মিরিক থেকে দার্জিলিং, গ্যাংটক, কালিংপং হয়ে ফের মিরিকেই ফিরে আসে৷” তিনি জানান, আজ প্রথম ল্যান্ডিং ছিল ৯.৪৫ মিনিটে৷ এখানে কোনও হেলিপ্যাড বানানো সম্ভব কিনা, তা দেখতে এদিন ট্রায়াল রান করা হয়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *