সেই উদ্দেশ্যে মঙ্গলবার কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের তরফে মিরিকে একটি হেলিকপ্টার অবতরণ করে৷ মিরিকে (Mirik) হেলিপ্যাড বানানো সম্ভব কিনা, তা দেখতেই এদিনের এই ট্রায়াল করা বলে জানা গিয়েছে৷ ছবির মতো সুন্দর পর্যটন কেন্দ্র (Tourist Spot) মিরিক ভ্রমণপিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে আগেই৷ একদিকে বাগান আর অন্যদিকে পাইনের জঙ্গলে ঘেরা সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ৷ লেকের ধারে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) দর্শন এক অভূতপূর্ব অনুভূতি পর্যটকদের কাছে৷ তবে এই সৌন্দর্য যদি হেলিকপ্টার (Helicopter) থেকে উপভোগ করা যায়, তাহলে এই অপরূপ দৃশ্য যে আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য৷ হেলিকপ্টার (Helicopter) থেকে নিজের রূপের ডালি সাজিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়কে আরও চমৎকার লাগবে৷ ৩১ বছরের ব্যবধানে মিরিকে হেলিকপ্টার অবতরণ করা হয়েছে পর্যটন প্রচারের জন্য। কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউট এবং রাজ্য পরিবহণ দফতরের (State Transport Department) যৌথ উদ্যোগে এটি করা সম্ভব হয়েছে৷
উল্লেখ্য, ১৯৯১ সালে ভারতের রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন (Ramaswamy Venkataraman) মিরিক সফরে যাওয়ার সময় হেলিকপ্টারে এখানে অবতরণ করেছিলেন। এর পর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর৷ দীর্ঘ বছর পার করে আজ ফের মিরিকে হেলিকপ্টার অবতরণ করল৷ শিলিগুড়ি বিমানবন্দর (Siliguri Airport) থেকে এদিন হেলিকপ্টারটি যাত্রা শুরু করে৷ প্রায় ৯.৪৫ মিনিটে হেলিকপ্টারটি মিরিকে অবতরণ করে৷
এদিন সফলভাবে হেলিকপ্টার অবতরণ করা সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে৷ আরও জানা গিয়েছে, আগামী দিনে পরিবহণ দফতরের (Transport Department) তরফে মিরিকে হেলিকপ্টার অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে পর্যটকদের কথা ভেবে৷ কারণ পর্যটকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ে আসেন৷ এঁদের অনেকেই দার্জিলিং (Darjeeling ) পাহাড়ে উড়তে চান৷ কিন্তু সেই ব্যবস্থা না থাকায় তাঁরা সড়কপথে আসেন। তবে আগামী দিনে পর্যটকরাও আকাশের মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলেই আশাবাদী পরিবহণ দফতর (State Transport Department) ।
মিরিকের মহাকুমা শাসক সুদীপ্ত দেবনাথ বলেন, “কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউটের তরফে এটা ট্রায়াল রান ছিল৷ রাজ্য সরকারের পরিবহণ দফতরের (State Transport Department) তরফে এই উদ্যোগ নেওয়া হয়৷ আজ হেলিকপ্টার বাগডোগরা থেকে মিরিক আসে৷ এরপর মিরিক থেকে দার্জিলিং, গ্যাংটক, কালিংপং হয়ে ফের মিরিকেই ফিরে আসে৷” তিনি জানান, আজ প্রথম ল্যান্ডিং ছিল ৯.৪৫ মিনিটে৷ এখানে কোনও হেলিপ্যাড বানানো সম্ভব কিনা, তা দেখতে এদিন ট্রায়াল রান করা হয়৷