রাজ্যে শীত পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্তে ভিড় করতে শুরু করে পরিযায়ী পাখিরা। আর তাদের দেখা পেতে সেই সব এলাকায় ভিড় করেন পর্যটকরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং দামোদরে দেখা মিলছে পাখিদের।
হাইলাইটস
- রাজ্যে শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রান্তে দেখা মেলে পরিযায়ী পাখিদের
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন জলাশয় এবং দামোদরে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ী পাখিদের
- দামোদরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে
এর আগেও বর্ধমানে বহু পরিযায়ী পাখির দেখা মিলত। শীত পড়ার সঙ্গে সঙ্গেই তাদের আনাগোনা লেগে থাকত। তবে এখন আর সেই সব কিছু দেখতে পাওয়া যায় না। এখন ধীরে ধীরে পরিযায়ী পাখিদের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নেতাজি হোস্টেলের পাশের পুকুরে আস্তানা তৈরি করেছে তারা। এছাড়া গোলাপবাগ ক্যাম্পাসেও দেখা মিলছে পরিযায়ী পাখিদের। বর্ধমান ২ ব্লকের চক্ষণজাদী, বড়শুল, মাণিকহাটি, চিত্রপুর, পালা শ্রীরামপুর, বাঁধগাছার কাছে দামোদরেও গত কয়েক সপ্তাহ ধরে দেখা মিলছে পরিযায়ীদের। আর যত পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়ছে ততই চোরা শিকারী থেকে শুরু করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীদেরও নজর পড়েছে সেই সব পরিযায়ী পাখিদের উপর।
সম্প্রতি পশুপ্রেমী সংস্থা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে দামোদর নদের তীরবর্তী বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখিদের পর্যবেক্ষণের জন্য গিয়েছিলেন। সেখান থেকেই উদ্ধার হয় বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির মৃতদেহ। মৃত পাখি গুলিকে উদ্ধার করেন তাঁরা। তাঁদের দাবি, কী কারণে বা কী ভাবে পাখিগুলোর মৃত্যু হয়েছে। তা জানতে বন দফতরের হাতে মৃত পাখিগুলোকে তুলে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য।
বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস বলেন, “কী কারণে এবং কী ভাবে পাখিগুলি একই জায়গায় আচমকা মারা গেল তা খতিয়ে দেখতে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহগুলি। ময়নাতদন্তের পরই বোঝা যাবে কী কারণে পাখিগুলোর মৃত্যু হয়েছে। চোরাশিকারি বা অসাধু ব্যবসায়ীদের জন্য মৃত্যু হলে নজরদারি বাড়াতে হবে।” এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোরও দাবি করেন তিনি। যদি পরিবেশের কারণে মৃত্যু হয় তাহলে তা সত্যিই চিন্তার বিষয় বলে জানিয়েছেন। তবে এর পাশাপাশি যে এলাকাগুলিতে পাখিদের মৃতদেহ উদ্ধার হয় সেই এলাকাগুলিতে বন দফতরের তরফে জনসাধারণের সচেতনতার জন্য প্রচারও শুরু করা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ