Paresh Rawal : বাঙালির ‘মাছ ভাজা’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আরও বিপাকে পরেশ রাওয়াল, অভিনেতাকে তলব কলকাতা পুলিশের – paresh rawal comment on bengali and fish kolkata police summon the actor


অভিনেতা পরেশ রাওয়ালের ‘মাছ’ নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এই মন্তব্যের জন্য তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। কিন্তু, তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে। অভিনেতার বিরুদ্ধে একটি FIR দায়ের করেছে লালবাজার। এবার তালতলা থানায় তাঁর মন্তব্যের প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং এরই প্রেক্ষিতে তলব করা হয়েছে ‘হেরা ফেরি’ খ্যাত এই অভিনেতাকে। ১২ ডিসেম্বর তাঁকে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী মন্তব্য করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল?
তিনি গুজরাট বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে প্রচার করছিলেন। সেখানেই বাঙালিদের হয়ে একটি মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিরোধীরা আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে। আর এই প্রসঙ্গেই পরেশ রাওয়াল কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার কমেও যাবে। মুদ্রাস্ফীতিও কমে যাবে। মানুষজন চাকরি পাবেন। কিন্তু, দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা যদি বাড়ির পাশে থাকা শুরু করে সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?” তাঁর এই মন্তব্যে বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। তিনি বাঙালিদের অপমান করেছেন, এই অভিযোগ ওঠে। বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। অভিনেতার এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে তৃণমূলও।

Paresh Rawal Bengali Fish Remark : ‘মাছে ভাতে বাঙালি’-কে অপমান, পরেশ রাওয়ালের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের
বিতর্কের মুখে পড়ে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। কিন্তু, তাতেও থিথিয়ে যায়নি পুরো বিষয়টি। রাজ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে। কাঁথির সভা থেকে পরেশ রাওয়ালের এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “অভিনেতা বাঙালিদের অপমান করলেন। কিন্তু, এর প্রতিবাদে কোনও মন্তব্য করলেন না শুভেন্দু অধিকারী।” অন্যদিকে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ” বিভাজনের রাজনীতি চলছে। পরেশ রাওয়ালের মতো একজন অভিনেতা বাঙালিদের মাছ ভাজা নিয়ে যেই মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। সেই সব বিষয়ে নজর না দিয়ে BJP শুধুমাত্র নিশানা করছে বাঙালিদের।”

Suvendu vs Abhishek : ‘অধিকারীবাবুর মুখে রা নেই’, পরেশ রাওয়াল ইস্যুতে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
পরেশ রাওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ক্ষুব্ধ এই বাম নেতার মন্তব্য, বহু বাঙালি রাজ্যের বাইরে থাকেন। তাঁদের নিশানা সাধা হয়েছে। ইচ্ছে করে বাঙালিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য তাঁর।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *