পরেশ রাওয়ালের ‘বিতর্কিত’ মন্তব্য (Paresh Rawal Bengali Fish Remark)
সম্প্রতি গুজরাট বিধানসভা নির্বাচনে BJP-র হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। তারপর থেকেই বাঙালিদের মধ্যে চরম বিতর্ক তৈরি হয়। তিনি বলেছিলেন, “গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু, যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?” পরবর্তীতে বিতর্ক তৈরি হতেই চাপের মুখে পড়ে ক্ষমা চান অভিনেতা।
FIR মহম্মদ সেলিমের (Md. Salim)
এর আগে পরেশ রাওয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। তালতলা পুলিশ স্টেশনে এই FIR দায়ের করা হয়েছে। CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বহু সংখ্যক বাঙালি এ রাজ্যের বাইরেও থাকেন। আমার অনুমান তাঁদের টার্গেট করেই এ কথা বলা হয়েছে।” শত্রুতা ছড়ানো, ইচ্ছাকৃতভাবে অপমান করা, জনসমক্ষে বিদ্রুপ করার মতো একাধিক ধারায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করার আর্জিও জানিয়েছেন সেলিম।
পরেশ রাওয়ালকে (Paresh Rawal) একহাত তৃণমূলের
পরেশ রাওয়ালের বাঙালিদের নিয়ে এ হেন মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের শিল্প তথা মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, “আবারও প্রকাশ্যে হিংসা, বিদ্রুপ এবং বিভাজনের রাজনীতি করা হচ্ছে। পরেশ রাওয়ালের মতো একজন প্রথিতযশা অভিনেতা বাঙালিদের মাছ ভাজা নিয়ে যা মন্তব্য করেছেন তা নিন্দনীয়। মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ার মতো সমস্যাগুলিতে বিপর্যস্ত কেন্দ্রীয় সরকার। কিন্তু, সেই সমস্যা নিয়ে না ভেবে BJP বাঙালিদের নিয়ে পড়েছে।” শশী পাঁজার আরও সংযোজন, “অত্যন্ত হতাশাজনক মন্তব্য করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। ২০২১ সালে এ রাজ্যে BJP ক্ষমতায় আসতে পারেনি বলে এবার বাংলাকে আক্রমণ করা হচ্ছে। বাঙালিদের অপমান করা হচ্ছে।” বাংলার মানুষ কখনও এই অপমান ভুলবে না বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।