Santragachi Bridge : বড়দিনের আগেই শেষ হবে সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ, ভোগান্তি থেকে মুক্তি যাত্রীদের – santragachi bridge renovation work will be complete between 25 december


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 6 Dec 2022, 2:50 pm

আর হাতেগোনা মাত্র কয়েক দিন বাকি। বড়দিনের প্রতীক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তার আগেই বিরাট চমক! ২৫ ডিসেম্বরের আগেই শেষ হতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের কাজ।

 

santragachi bridge
চলছে সংস্কারের কাজ (ফাইল ফটো)

হাইলাইটস

  • বড়দিনের আগেই বিরাট সুখবর!
  • 25 ডিসেম্বররের মধ্যেই সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ শেষ হচ্ছে।
  • এই বিষয়ে রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বড়দিনের আগেই বিরাট সুখবর! ২৫ ডিসেম্বররের মধ্যেই সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ শেষ হচ্ছে। এই বিষয়ে রাজ্য পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, ২৫ ডিসেম্বর থেকে পিকনিকের আমেজে থাকবে রাজ্যের বাসিন্দারা। বর্ষবরণের জন্য বিভিন্ন জায়গায় যাবেন তাঁরা। এই পরিস্থিতিতে যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেই জন্য সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ যাতে কার্যকরী হয় সেজন্য গত শুক্রবার ইঞ্জিনিয়রদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী পুলক রায়। যাতে কাজ অতি সত্ত্বর শেষ হয়, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, সাঁতরাগাছি ব্রিজে চলছে সংস্কারের কাজ। এই অন্যতম ব্যস্ত সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি যাতায়াত করে থাকে। একইসঙ্গে মালবাহী ট্রাক বা গাড়ির সংখ্যাও কমপক্ষে ১২ হাজার। সেক্ষেত্রে এই সেতু সংস্কারের কাজ চলায় ভোগান্তি পোহাতে হবে নিত্যযাত্রীদের এই আশঙ্কা করা হচ্ছিল। আপাতত সংস্কারের জন্য একটি লেনের উপর দিয়েই দু’মুখেই গাড়ি যাতায়াত করছে। একইসঙ্গে রাত ১১টার পর থেকে ভোট ৫টা পর্যন্ত এই সেতুর উপর যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

Santragachi Bridge Traffic: শুক্র রাত থেকে দেড় মাসের জন্য বন্ধ সাঁতরাগাছি ব্রিজ! যানজট এড়াতে বিকল্প রুট জেনে নিন
প্রথম দিকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিস্তর ভোগান্তি পোহাতে হচ্ছিল। অফিসের সময় রীতিমতো নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। এরপরেই অবশ্য হাওড়া সিটি পুলিশের তরফে এই বিষয়ে পদক্ষেপ করা হয়। ব্যবহার করা হয় ড্রোন। আর এই ড্রোনের ব্যবহার করেই বৈজ্ঞানিক পদ্ধতিতে দুই লেনের ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এর ফলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই সেতু সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Santragachi Bridge : সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের জেরে সপ্তাহের প্রথম দিনেই তীব্র যানজট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
উল্লেখ্য, সাঁতরাগাছি সেতুর কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট সংস্কারের কাজ চলছে। অতীতে অন্যান্য লেনের এক্সটেনশন জয়েন্ট সংস্কার করা হয়েছিল। কোনওভাবেই যাতে কলকাতামুখী এক্সটেনশন জয়েন্ট সংস্কারের ক্ষেত্রে কোনও খামতি না থাকে, সেজন্য় তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যানজট নিয়ন্ত্রণে রেখে এই কাজ করার জন্য একাধিক পদক্ষেপ করেছে হাওড়া সিটি পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *