Trinamool Congress : ‘দেখে নেব! খেলা শুরু…’, দলীয় নেতাদেরই হুমকি তৃণমূল বিধায়কের! – before panchayat election again tmc inner party clash in purba bardhaman


West Bengal Local News ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রকাশ্য মঞ্চ থেকেই তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে হুমকি তৃণমূল বিধায়কের। দু’দিন আগেই পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামার সমবায় কৃষি উন্নয়ন সমিতির একসঙ্গে আট জন সদস্যের পদত্যাগের ঘটনায় কোন্দল প্রকাশ্যে আসে। বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনা ফের প্রকাশ্যে এল। দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে বিষোদগার করলে বর্ধমান-উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনায় কটাক্ষ BJP-র।

West Bengal Election: মন্ত্রীর সামনেই বিরোধীদের হুমকি নদিয়ার তৃণমূল নেতার, পাশে দাঁড়ালেন বিধায়কও
কয়েকমাসের মধ্যেই রাজ্যে ত্রি-স্তরীয়‌ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। রাজ্যে নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যে জুড়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে BJP-কে কোণঠাসা করতে ছোট-বড় বিভিন্ন জনসভা থেকে আক্রমণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। কিন্তু পূর্ব বর্ধমানে বর্ধমান ১ নম্বর ব্লকে ঠিক উলটো চিত্র। বিরোধীদের পরিবর্তে প্রকাশ্যে নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান-উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক।

Trinamool : বুথ ঘুরে ‘স্বচ্ছ ভাবমূর্তি’র প্রার্থী বাছাই, কেষ্টহীন বীরভূমে জেলা তৃণমূলের বৈঠকে সিদ্ধান্ত
রবিবার বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল পক্ষ থেকে আয়োজিত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক তাঁর দলের বেশ কয়েকজন নেতার নাম না করেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) পর দুর্দশা হবে বলে হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পর তাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন তিনি। বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, “আমি প্রকাশ্য মঞ্চ থেকে বলছি, খেলা শুরু হয়ে গিয়েছে। জামালের (সেখ জামাল রায়ান ১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি) টিম রেডি আছে। তুমি তোমার দম নিয়ে রেডি হও। যেদিন বলবে, যে জায়গায় বলবে সেখানে দেখা হবে। কার কত প্লেয়ার আছে।”

Trinamool Congress : বস্ত্র বিতরণের টোকেন বিলিকে কেন্দ্র করে পার্টি অফিস ভাঙচুর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান
বিধায়ক নিশীথ মালিকের এই মন্তব্যর পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পরে। তৃণমূলের অন্দরমহলেও শুরু হয় চাপান উতর। উল্টোদিকে, এই মন্তব্যর পরিপেক্ষিতে ব্লকের জেলাপরিষদ সদস্য নরুল হাসান জানান, বিধায়ক অনেক পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আমরা দলের পুরাতন কর্মী, দলের জন্মলগ্ন থেকে আছি। বিধায়ক ২০১১ সালের পর তৃণমূলে (TMC) এসেছেন। উচ্চ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও বিধায়ক পুরানো দিনের নেতা-কর্মীদের নিয়ে কাজ করছেন না, তাঁদের প্রাপ্য সম্মানটুকুও দেন না। বিজেপি অবশ্য গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি। স্থানীয় BJP নেতা সুধীররঞ্জন সাউ বলেন, “পঞ্চায়েত ভোটে এলাকায় রক্তগঙ্গা বয়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নিজেদের মধ্যেই লড়াই করবে। গোটা ব্লক দুর্নীতিতে ভরে গিয়েছে। এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতে গেলে পরিষেবা পাচ্ছেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *