West Bengal Weather Update : ফের নিম্নচাপের ভ্রুকুটি! জাঁকিয়ে শীত এখনও অধরা রাজ্যে – west bengal weather update today temperature may drop on evening at kolkata


সপ্তাহের দ্বিতীয় দিনও কলকাতায় শীত বেশ ভালোই রয়েছে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সারাদিন আকাশ সাধারণত পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

হাইলাইটস

  • সপ্তাহের শুরুতে কিছুটা হলেও বেড়ে যায় তাপমাত্রা
  • মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস
  • সকাল ও সন্ধের দিকে তাপমাত্রা বেশ ভালোই শীত অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
West Bengat Weather Today : শীতের আমেজ (Winter Weather) গায়ে মেখে বেশ ভালোই উইকেন্ড কাটিয়েছিলেন রাজ্যবাসী। তবে সপ্তাহের শুরুতে কিছুটা হলেও বেড়ে যায় তাপমাত্রা (West Bengal Temperature)। তা অবশ্য বোঝার তেমন উপায় নেই। ইতিমধ্যেই আলমারি থেকে বেরিয়ে পড়েছে শীতের পোশাক (Winter Dress)। সকালের দিকে বেশ ঠান্ডাই অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সোমবারের থেকে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হয়নি। রাজ্যে শীতের আমেজ ফিরলেও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ ফিরেছে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি। আর এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। West Bengal Weather Update : উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস
মঙ্গলবার সারাদিন কেমন থাকবে তাপমাত্রা?
সপ্তাহের দ্বিতীয় দিন আকাশ সাধারণত পরিষ্কারই থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে শীতের আমেজ বেশ ভালোই থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯১ শতাংশ। West Bengal Weather Update : শহরে উধাও শীত, ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে। তবে এই মুহূর্তে রাজ্যে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। অবশ্য উত্তুরে হাওয়ার দাপট কমবে না। সকাল সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। কলকাতায় সকাল সন্ধ্যায় বাড়বে শীতের আমেজ।

নিম্নচাপের পূর্বাভাস
মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বাঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এর অভিমুখ হবে তামিলনাড়ু উপকূলে। শুক্রবারের মধ্যে এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে। তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় প্রভাব পড়বে। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না বাংলায়। West Bengal Weather Update : হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, ডিসেম্বরের ঠান্ডায় বেজায় খুশি শীতপ্রেমীরা
এদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা বুধবার আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে উত্তুরে হাওয়ার প্রভাব কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত পূর্ব ভারতে ও মধ্য ভারতের তাপমাত্রা কমে শীতের আমেজ জমিয়ে পড়বে। ওড়িশা ও ঝাড়খণ্ডে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। হিমাচল প্রদেশ ও পঞ্জাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *