
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: RBI-এর মনিটারি পলিসি মিটিংয়ের পড়ে বড় ঘোষণা করেছে দেশ্র রিজার্ভ ব্যাংক। এই বছর পঞ্চমবারের রেপো রেট বাড়িয়েছে RBI। রিজার্ভ ব্যাংক রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর প্রভাব বাজারেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি সপ্তাহের তৃতীয় দিনে ভারতীয় ফিউচার মার্কেটে সোনার দামের পরিবর্তন হয়েছে।
বুধবার সোনা এবং রূপোর দাম কত?
বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা এবং রুপোর ফিউচার দাম বাড়ছে। বুধবার সকাল ৯.১০ মিনিটে, MCX-এ ২৪-ক্যারেট খাঁটি সোনার ফিউচার মূল্য ১০৮ টাকা (০.২০ শতাংশ) বেড়ে প্রতি ১০ গ্রাম ৫৩৮৬৮ টাকায় লেনদেন হয়। সেখানে রুপো ২২৬ টাকা (০.৩৫ শতাংশ) বেড়ে প্রতি কেজি ৬৫৬৪০ টাকায় লেনদেন হয়। এখন সোনা লেনদেন হচ্ছে ৫৩,৮০৯-এ, এবং রুপো লেনদেন হচ্ছে ৬৫,৬১৭-এ।
আরও পড়ুন: PF Interest: PF গ্রাহকদের জন্য বড় খবর, জেনে নিন কবে পাবেন ২০২১-২২ এর সুদ…
আন্তর্জাতিক বাজারে সোনা এবং রূপোর দাম
বিশ্ববাজারে বুধবার সোনার দর ০.৪০ ডলার (০.০২ শতাংশ) বেড়ে প্রতি আউন্সে ১৭৭১.৬০ ডলারে পৌঁছেছে। সেখানে রুপো ০.০৫ ডলার বেড়ে প্রতি আউন্স ২২.২৩ ডলারে লেনদেন হচ্ছে।
আরও পড়ুন: Repo Rate Increase: ফের বড় ধাক্কা দিল আরবিআই! আপনারও কি লোন আছে? জেনে নিন কত বাড়বে ইএমআই
বুলিয়ন বাজারে সোনা এবং রূপোর দাম
বুলিয়ন মার্কেটে মঙ্গলবার সোনা এবং রুপোর দামে পতন দেখা গিয়েছে। বুলিয়ন বাজারে, সোনা ৪৭৩ টাকা কমে প্রতি ১০ গ্রাম ৫৩,৮৯৮ টাকায় বন্ধ হয়েছে। সেখানে রুপো ১২৪১ টাকা কমে প্রতি কেজি ৬৫,৮৭৮ টাকায় বন্ধ হয়েছে।
RBI-এর MPC সভায় রেপো রেট বাড়ানো হয়েছে। এর পরে বাজারের প্রবণতা বদলে গিয়েছে। বর্তমানে সোনা ও রুপো দুটিই সবুজ চিহ্নে লেনদেন হচ্ছে। সোনার দাম বেড়ে রেকর্ড দরের কাছাকাছি পৌঁছেছে।