ট্রেলারে তিনি ছিলেন এক কুঁচি। কুঁচি বলতে ট্রেলার শেষের ২ মিনিট ৪ সেকেন্ড থেকে ২ মিনিট ১৫ সেকেন্ড! দু’হাত জুড়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন তিনি। একেবারে ‘আমিরি’ চালে। ভাব এমন তিনি অপেক্ষারত! সেই অপেক্ষার বয়স হয় তো ১৬ বছর! কে বলতে পারে…। সত্যিই তাই এক দশক এবং অতিরিক্ত ছ’বছর পর একসঙ্গে কাজল-আমির। সৌজন্যে নতুন ছবি ‘সালাম ভেঙ্কি’।
Source link
