Anubrata Mondal Case: অনুব্রতকে ফোন করায় CBI তলব, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো কর্মীর রহস্যমৃত্যু – bolpur group d staff body found from office cbi interrogate him in recent time for anubrata mondal connection
Happy woman pointing at copy space on whiteboard
West Bengal Local News বোলপুরের রাজ্য সরকারি দফতরে এক গ্রুপ-ডি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য। অফিসেই উদ্ধার গ্রুপ ডি কর্মীর ঝুলন্ত দেহ। বীরভূমের (Birbhum) বোলপুর থানা (Bolpur Police Station) এলাকায় খাদ্য সরবরাহ দফতরের একটি ঘর থেকে বুধবার সকালে এক গ্রুপ ডি কর্মীর (Group D Staff) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল।

মৃত ব্যক্তির নাম অরিজিৎ সিনহা। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মৃতের নামে একটি নিয়োগ সংক্রান্ত মামলাও চলছে। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফোন করার জন্য এই কর্মীকেই তলব করেছিল সিবিআই (CBI) । এই ব্যক্তির সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে লাভপুরের বিধায়ক (Labpur) অভিজিৎ সিনহার। স্বাভাবিকভাবেই তার মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক প্রশ্ন । আত্মহত্যা না এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? জানতে তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ (West Bengal News)।

 

Dakhin 24 Pargana: লোহার শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ, বধূর অস্বাভাবিক মৃত্যু

বুধবার সকালে বোলপুর মহকুমায় অফিসের ঘর খুলতেই নজরে আসে অরিজিৎ সিনহার দেহ। চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে খাদ্য সরবরাহ দফতরে কাজ করতেন তিনি। বাড়ি বোলপুর থানার রায়পুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অফিসের কাজ শেষ হলেও বাড়ি ফেরেননি অরিজিৎ সিনহা । তাঁর উপর অফিসের ঘর তালাবন্ধ করে যাওয়ার দায়িত্ব ছিল। বুধবার সকালে বোলপুরের চিত্রা মোড়ে থাকা খাদ্য ও সরবরাহ দফতরের অফিস খুলতে এলে এক কর্মী দেহ দেখতে পান । দ্রুত খবর দেওয়া হয় বোলপুর থানায় (Bolpur Police Station) । ঘটনাস্থলে বোলপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এসে উদ্ধার করেন মৃতদেহ। খবর যায় কর্মীর বাড়িতেও।

West Bengal SSC Scam: সোশাল মিডিয়ায় ভাইরাল ‘অযোগ্য’ প্রার্থী তালিকায় নাম, মিলল শিক্ষিকার ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, ২০১০ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন অরিজিৎ সিনহা। প্রথম থেকেই খাদ্য দফতরে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে নিযুক্ত হন তিনি। মহকুমা খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক সমীরণ বিশ্বাস জানান- দফতরে নৈশ প্রহরীর পোস্ট থাকলেও এখনও পর্যন্ত কোন নৈশ প্রহরী নেই। অরিজিৎ সিংহয়ের ছোট ভাই নীলাঞ্জন সিংহ জানান- চাকরি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সাংঘাতিক উদ্বেগে ছিলেন তিনি। নিয়োগ নিয়ে হাইকোর্টের মামলা দায়ের হওয়ার পর থেকেও সে নিয়েও যথেষ্ট চিন্তায় থাকত । এছাড়াও ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় অনুব্রত মণ্ডলকে ফোন করার জন্য দুর্গাপুরে (Durgapur) অস্থায়ী ক্যাম্পে ডেকে অরিজিৎ সিনহাকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই (CBI)। তারপর থেকেই মারাত্মক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। চাকরি হারানোর আতঙ্কে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। এমন অবস্থায় তাঁর এমন পরিণতিতে উঠছে একাধিক প্রশ্ন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *