Asansol Court : ১১ বছর পর সাজা ঘোষণা, আসানসোলে রবিন কাজি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দিনু বাউরি – after 11 years robin kazi murder case dinu bauri sentenced life life imprisonment in asansol district court


West Bengal Local News দীর্ঘ প্রায় ১১ বছর ধরে মামলা চলার পর অবশেষে আসানসোলের (Asansol) রবিন কাজি খুনের মামলায় দোষী সাব্যস্ত হল CPIM সমর্থক দিনু বাউরি। বুধবার আসানসোলের অতিরিক্ত জেলা আদালতের (Asansol Additional District Court) বিচারক শরণ্যা সেন প্রসাদ দিনু বাউরিকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) সাজা শোনান৷ রায় ঘোষণার পর ভেঙে পড়েন দিনু বাউরি। অন্যদিকে এই রায় ঘোষণার পর রবিন কাজির পরিবারে স্বস্তির আবহ৷ জয়ীর হাসি পরিবারের সকলের মুখে৷

Dakshin Dinajpur: বৌদিকে ধারাল অস্ত্রের কোপ, দেওরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের
প্রসঙ্গত, ২০১১ সালের ৪ এপ্রিল বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়। জামুড়িয়ার বারুল গ্রামে চলছিল প্রচার। সেই সময় CPIM র সমর্থক বলে পরিচিত দিনু বাউরি ও তার দলবল মিলে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়৷ তখনই দিনু বাউরি ও দলবল প্রভাত চট্টোপাধ্যায়কে আক্রমণ করে৷ স্থানীয় তৃণমূল (TMC) নেতা রবিন কাজি তাঁকে বাঁচাতে যান৷ সেসময় লালচাঁদ বাউরি নামে এক ব্যক্তি ওঁর মাথায় আঘাত করে৷ রবিন কাজি মাটিতে লুটিয়ে পড়েন৷ এরপর নিজের চারচাকা গাড়ি নিয়ে রবিন কাজিকে পিষে দিয়ে চলে যান দীনু বাউরি।

West Bengal News : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার পুরুলিয়ার ব্যবসায়ী
ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রা এসে রবিন কাজিকে হাসপাতালে নিয়ে যান৷ যদিও শেষরক্ষা হয়নি, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে৷ ঘটনার পর দিনু বাউরি গা ঢাকা দেন। রবিন কাজির মৃতদেহ নিয়ে জামুড়িয়ায় মিছিল করেন তৃণমল কংগ্রেসের (Trinamool Congress) দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা আসানসোল (Asansol) জুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। কয়েকদিন পরেই গ্রেফতার হয় দিনু বাউরি। ১১ বছর ধরে মামলা চলার পর বুধবার দিনু বাউরিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক৷ সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ’মাসের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক৷

Durgapur Steel Plant: ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মর্মান্তিক দুর্ঘটনা, কনভেয়ার বেল্টে ছিন্নভিন্ন কর্মীর দেহ
এদিন সরকারপক্ষের আইনজীবী বিনয়ানন্দ চট্টোপাধ্যায় জানান, এই ঘটনায় মোট ১৭ জন সাক্ষী দিয়েছেন। অনেক প্রলোভন থাকা সত্ত্বেও তাঁরা সাক্ষী দিয়েছেন৷ বিরোধী দল থেকে এটাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল৷ তবে অবশেষে সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি৷ তিনি আরও জানান, ঘটনায় ২৪ জন অভিযুক্ত ছিল৷ এর মধ্যে দু’জন মারা গিয়েছে এবং ২১ জন ছাড়া পেয়েছে৷ সাক্ষ্যদের বয়ান শুনে বিচারক শেষ পর্যন্ত দিনু বাউরিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। এই রায় শোনার পর ভেঙে পড়েন দিনু বাউরি৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *