Birbhum Shootout : বুক এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল গুলি, হাসপাতালেই মৃত্যু বীরভূম শ্যুট আউটে আহত শিক্ষকের – bibhum shootout case wounded teacher expired in burdwan medical college and hospital


Produced by Suman Majhi | Lipi | Updated: 7 Dec 2022, 8:49 am

মহম্মদ বাজারের শ্যুট আউটের ঘটনায় শেষ পর্যন্ত আর লড়াই চালাতে পারলেন না গুলিবিদ্ধ স্কুল শিক্ষক ধনা হাঁসদা। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ছিলেন।

 

Birbhum Shootout
মারা গেলেন মহম্মদ বাজারের শ্যুট আউটের ঘটনায় আহত স্কুল শিক্ষক ধনা হাঁসদা

হাইলাইটস

  • মারা গেলেন মহম্মদ বাজারের শ্যুট আউটের ঘটনায় আহত স্কুল শিক্ষক ধনা হাঁসদা।
  • গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ছিলেন।
  • ঘটনার 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শেষ রক্ষা হলো না। মারা গেলেন মহম্মদ বাজারের শ্যুট আউটের (Birbhum Shootout) ঘটনায় আহত স্কুল শিক্ষক ধনা হাঁসদা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ছিলেন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, শ্যুট আউটের ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। সোমবার রাত্রে শ্যুট আউটের ঘটনা ঘটে বীরভূমের (Birbhum) মহম্মদ বাজারের হাবরা পাহাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের বাসিন্দা ধনু সেখ(৪৫) হাবড়াপাহাড়ির একটি খাদানে কাজ করত । এদিন রাত্রে ধনু এবং স্থানীয় একজন স্কুল শিক্ষক ধনা হাঁসদা হাবড়াপাহাড়ির একটি ক্লাবের পাশে বসেছিল। সেই সময় একজন সাইকেলে করে এসে গুলি করে বলে অভিযোগ। গুলি ধনুর বুকে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ধনা হাঁসদার পিঠে গুলি লাগে। তাঁকে গুরুতর আহত অবস্থায় মধ্য রাত্রে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার ২৪ ঘন্টা পর অর্থাৎ মঙ্গলবার রাত্রে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ধনা হাঁসদার।

West Bengal Local News : বীরভূমে শ্যুট আউট! গুলিতে এফোঁড় ওফোঁড় খাদান কর্মীর দেহ
তবে ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঠিক কী কারণে এই শ্যুট আউটের ঘটনা ঘটল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে মহঃ বাজার থানার পুলিশ। কোনও ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত বিবাদের জেরে ওই দুই ব্যক্তিকে গুলি করে মারার চেষ্টা হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অনুমান, দুষ্কৃতী দু’জনেরই পূর্বপরিচিত। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেও গুলি চালানো হতে পারে।

Birbhum Shootout : ‘দুষ্কৃতীদের চিনি না…’, মহম্মদবাজারে গুলিতে জখম স্কুল শিক্ষকের চোখেমুখে আতঙ্ক
অন্যদিকে, স্থানীয় অঞ্চলের আরেকটি সূত্র বলছে, মহম্মদ বাজার থানা এলাকার হাবরা পাহাড়ি গ্রামে ঘটনার দিন এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তি এলাকার একটি ক্লাব সংলগ্ন জায়গায় বসে থাকার পর রাত্রি আটটা নাগাদ তাঁকে গ্রামের বাসিন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি সঠিক কোনও পরিচয় দিতে পারেননি। ওই ব্যক্তি একটি সাইকেল নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি গুলি চালিয়ে দুজনকে আহত করে চলে যায় বলে অনেকের ধারণা। তবে কী কারণে এই ঘটনা ঘটল সে ব্যাপারে কোনও সন্দিহান দিতে পারেননি স্থানীয় বাসিন্দারা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *