Gold Smuggling : কোটি টাকার সোনা পাচারের মজুরি ২ হাজার, BSF-র জালে মহিলা পাচারকারী – north 24 parganas women smugglers arrested for gold trafficking at south bengal border


West Bengal Local News পিঠেতে ‘সোনা’র বোঝা, তবে সেই সোনাকে যাবে না ছোঁয়া। তবে মজুরি মিলবে দুই হাজার। প্রায় কোটি টাকার সোনার বিস্কুট পাচার করলে জুটবে কড়কড়ে দুই হাজার টাকা। সোনার বিস্কুট পাচার (Gold Smuggling) করতে গিয়ে অবশেষে BSF-র হাতে ধরা পড়লেন এক মহিলা পাচারকারী। ধৃত মহিলা পাচারকারীর নাম আকলিমা সর্দার৷ তিনি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাসিন্দা৷ তার কাছ থেকে উদ্ধার প্রায় ৯৫ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট।

Gold Smugglers : দৌড়ে পাচারকারী ধরলেন সিভিক ভলান্টিয়ার, উদ্ধার ২০ টি সোনার বিস্কুট
BSF সূত্রে খবর, মঙ্গলবার সীমান্তে ৯৫ লাখেরও বেশি মূল্যের সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে আটক করা হয়। দক্ষিণবঙ্গ সীমান্তের (South Bengal Border) অধীন সীমা চৌকি জয়ন্তীপুর এলাকা থেকে আটক হন ওই মহিলা। BSF-র ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানরা হাতেনাতে ধরা পড়ে ওই পাচারকারী। ১৫ টি সোনার বিস্কুট সহ ওই মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা সোনার ওজন প্রায় ১৭৪৯.৭২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৭,২১,৪৪৪ টাকা। জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা চোরাকারবারী জানায়, এই সোনা তাকে বেনাপোলের বাসিন্দা বাংলাদেশি চোরাকারবারী বাদল দিয়েছিল। সে আরও জানায়, এরপর সে পেট্রাপোলের বাসিন্দা ভারতীয় চোরাকারবারী আসগর শেখের কাছে এই সোনার বিস্কুটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। এই কাজের জন্য সে ২০০০ টাকা পেত। কিন্তু জওয়ানরা তাকে সোনা পাচারের আগেই ধরে ফেলে।

Purba Bardhaman News : ক্রেতা সেজে গয়না নিয়ে চম্পট দিয়েও লাভ হল না, পুলিশের জালে ‘পুষ্পা’
আটক মহিলা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে। ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্তে চোরাচালান বন্ধে BSF প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে। আজ ধরা পড়া মহিলা চোরাকারবারির কাছ থেকে চোরাচালান সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাতে চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করা যায়।

Uttar 24 Pargana : ক্রেতা সেজে পাকড়াও পাচারকারী, বনগাঁ থেকে উদ্ধার একশো বিরল প্রজাতির কচ্ছপ
প্রসঙ্গত, মাস ছয়েক আগেই দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার (BSF) এর অধীন কলকাতা সেক্টরের জওয়ানদের হাতে সীমান্ত এলাকা থেকে সোনার বিস্কুট এবং সোনার বার সহ দুই পাচারকারী ধরা পড়ে। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ১১.৬২০ কেজি এবং এর আনুমানিক মূল্য ৬.১৫ কোটি টাকা। বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে চোরাকারবারীরা বাংলাদেশ থেকে এই সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল বলে BSF সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *