Howrah Municipal Corporation : মিলছে না পেনশন, হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের – howrah municipal corporation retired employees show agitation for not receiving pension from few months


বিক্ষোভে সামিল হলেন হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেনশনের টাকা পাচ্ছেন না তাঁরা। আর তার জেরেই বুধবার পুরভবনে প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ দেখান।

 

howrah municipality agitation
হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের

হাইলাইটস

  • বিক্ষোভে সামিল হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা
  • অভিযোগ, দীর্ঘদিন ধরে পেনশনের টাকা পাচ্ছেন না তাঁরা
  • বুধবার সকাল থেকেই পুরভবনে প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ দেখান
West Bengal Local News : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) পর এবার হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে পেনশনের (Pension) টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই অবস্থান বিক্ষোভ করেন। এর আগে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা গত আট মাস ধরে গ্র্যাচুইটি ও কমিউটেশনের টাকা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই টাকা না পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা। আর এবার সেই একই অভিযোগ তুলেছেন হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। Midnapore Municipality : মিলছে না বেতন, মেদিনীপুরে অস্থায়ী কর্মীদের বিক্ষোভে ভাঙল পুরসভার গেট
কী অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা?
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁরা পেনশন পাচ্ছেন না। এমনকী, যাঁরা সদ্য বছর দুয়েক আগে অবসর নিয়েছেন তাঁরা পিএফের টাকাও পাচ্ছেন না। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের একটাই দাবি, ভিক্ষা চাই না। প্রাপ্য পেনশনের টাকা চাই। কেউ কেউ দাবি তুলেছেন পেনশনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের টাকাও দিতে হবে। পুরসভার এই অচলাবস্থার জন্য দীর্ঘদিন ধরে পুর নির্বাচন না হওয়াকেও দায়ি করেছেন তাঁরা। Howrah Municipal Election: হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জট কাটার ইঙ্গিত, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে এখনও আপত্তি বিরোধীদের
বিল জটে আটকে হাওড়া পুর নির্বাচন
হাওড়া ও বালি সহ সাত পুরসভার (Howrah Municipal Corporation) নির্বাচন এখনও বাকি রয়েছে। এদিকে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর সেই সঙ্গে পুরসভারগুলি ভোটে সেরে ফেলতে চায় রাজ্য সরকার। যদিও চলতি বছরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী বছর হতে পারে পুরভোট। পঞ্চায়েত ভোটের সঙ্গেই এপ্রিল মাস নাগাদ হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) ভোট হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। দীর্ঘ ৪ বছর হাওড়া পুরভোট হয়নি। Howrah Corporation Election : চলতি বছর হচ্ছে না হাওড়া পুরভোট, বড় ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের
উল্লেখ্য, বর্তমানে হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) এলাকায় ৬৬টি ওয়ার্ডের মধ্যে শুধু পূর্ববর্তী ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬ টি ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আইনত এখনও বালি হাওড়া পুরসভার থেকে আলাদা হয়নি। সেক্ষেত্রে শুধুমাত্র ৫০টি ওয়ার্ড ভেঙে সেগুলির এলাকা পুনর্বিন্যাস হয়ে নতুন ওয়ার্ড তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। যদিও গোটা প্রক্রিয়াকেই অনৈতিক ও বেআইনি বলে ইতিমধ্যে বিরোধিতা করেছে বিজেপি। আর তার জেরেই বিল জটে আটকে রয়েছে এই নির্বাচন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *