Howrah Road Accident : হাওড়ায় মর্মান্তিক ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর – howrah road accident a girl death police arrested driver


পথ দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) ব্যাটরা থানার অন্তর্গত ইছাপুরের কাঁটাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পায়েল চৌধুরী৷ বাড়ি লিলুয়া থানার ওয়াই রোডে। আরও জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ইছাপুরে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ খবর পেয়ে ব্যাটরা থানার পুলিশ (Bantra Police Station) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ এই ঘটনায় ইছাপুরে যানজটের সৃষ্টি হলেও, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘাতক দুধের গাড়িটি আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ৷

Howrah Road Accident : হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়া থানার ওয়াই রোডের বাসিন্দা পায়েল চৌধুরী প্রত্যেক দিনের মতো এদিনও অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরন৷ এরপর ইছাপুরে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন৷ সেসময় আচমকা একটি দুধের নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়৷ ওই যুবতীকে লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে সেখান থেকে স্থানীয় লোকেরা উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Tamluk Road Accident : তমলুকে ভয়াবহ দুর্ঘটনায়, ট্রেকার উলটে মৃত ১
দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার। এলাকার বাসিন্দারাও এই ঘটনায় মর্মাহত৷ স্থানীয় এক বাসিন্দা রীনা ধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ বলেন, ‘‘ওদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক৷ এখানে দীর্ঘদিন ওরা ভাড়া আছে৷ ওকে এখানে জন্মাতে দেখেছি৷ আজ ওর মৃত্যু সংবাদ পেয়ে আর কিছু বলার ভাষা নেই৷’’ এক প্রতিবেশী বলেন, ‘‘ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি৷ আমরা খুব ভালো বন্ধু ছিলাম৷ ফেসবুকে এখন প্রায়ই যোগাযোগ হয়৷ আজ অফিস যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল৷ একটি দুধের গাড়ি ধাক্কা মারে তাতেই ওর মৃত্যু হয়৷ ভীষণ খারাপ লাগছে৷’’

Nadia Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে, শান্তিপুরে মৃত্যু তরতাজা যুবকের
এই ঘটনায় ইছাপুরের কাঁটাপুকুর এলাকায় যানজটের সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশ এসে ঘাতক দুধের গাড়িটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায় থানায়৷ ঘাতক দুধের গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ৷ তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আবারও যান চলাচল শুরু হয় ওই রাস্তায়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *