
কলকাতা পুরসভা খুব শীঘ্রই শহরের হেরিটেজ ভবনগুলির রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চলেছে। ভবনগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে একটি বৈঠক হয়েছিল যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাইলাইটস
- শহরের গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলিতে বছরভর জ্বলবে নানা রঙের আলো।
- পর্যটন দপ্তরের সঙ্গে এই প্রকল্পের বাস্তবায়ন করবে কলকাতা পুরসভা।
- মূলত বিদেশের পর্যটকদের কাছে শহর কলকাতাকে আরও আর্কষণীয় করে তুলতেই এই সিদ্ধান্ত।
বর্তমানে শহরে গ্রেড ওয়ান হেরিটেজ ভবনের মধ্যে রয়েছে ৬০০টি বিল্ডিং। তালিকায় রয়েছে রানি রাসমণির বাড়ি, টাউন হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। বৈঠকের সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভবন এবং বেসরকারি মালিকানাধীন হেরিটেজ ভবনের কর্তৃপক্ষকে জানাতে শুরু করেছে পুরসভা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইতিমধ্যে আলোয় সাজানো রয়েছে। বাকি ভবনগুলিকে শীঘ্রই আলো দিয়ে সাজানো শুরু হবে।
সরকারি হেরিটেজ ভবনগুলি পুরসভা নিজের খরচে সাজিয়ে দেবে। তবে, ব্যক্তিমালিকাধীন হেরিটেজগুলির ক্ষেত্রে আর্থিক বোঝা সরকার বহন করবে না। পুরোটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, ‘পুজোর সময় হেরিটেজ ভবনগুলিকে আলো দিয়ে সাজানো হয়। এবার সারা বছরই বিশেষ আলোয় ঝলমল করবে ঐতিহ্যময় ভবনগুলি।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ